December 9, 2024

পারিবারিক বিবাদের জেরে মায়ের হাতে খুন হলো মেয়ে

0
Img 20190516 Wa0021
Advertisements

HnExpress ভাস্কর বাগচি, মহারাষ্ট্র ঃ পারিবারিক বিবাদ এমন জায়গায় পৌঁছেছিল যে শেষ পর্যন্ত মায়ের হাতেই প্রাণ দিতে হল মেয়েকে। মহারাষ্ট্রের পুনে জেলায় গত মঙ্গলবার ঘটেছে এমনই এক ঘটনা। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত সঞ্জীবনী বোভাতে (‌৩৪)‌ ভারী পাথর দিয়ে মেয়ে রুতুজার মাথায় আঘাত করে। বারামতী শহরের প্রগতীনগরের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

সুত্র থেকে জানা গেছে গতবছর রুতুজা (‌১৯) নিম্নবর্ণের এক যুবককে পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছিল। যুবকটির পারিবারিক অবস্থাও খুব একটা ভাল ছিল না। কিন্তু ওই যে কথায় বলে “যার যাতে মজে মন, কিবা হাড়ি কিবা ডোম”। তবে কিছু দিন যেতে না যেতেই স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় রুতুজা আবার তাঁর মা-বাবার কাছে ফিরে আসে। রুতুজার মা সমস্যা মিটানোর চেষ্টা করেও সফল হননি। কারণ রুতুজাকে আর ঘরে নিয়ে যেতে রাজি ছিল না তাঁর স্বামী। এরপরই রুতুজা স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করে। পুলিশ গ্রেপ্তারও করেছিল তাঁর স্বামীকে।

কিন্তু রুতুজাই পরে আবার মামলা তুলে নেয়। এমনকি স্বামীর সঙ্গে সংসার করার ইচ্ছাও প্রকাশ করে। এরপর রুতুজার মা-বাবা একাধিকবার তাঁদের জামাইকে অনুরোধ করলেও স্ত্রীকে সে বাড়ি ফিরিয়ে নিয়ে যায়নি। এরপরই মায়ের সঙ্গে তীব্র বিবাদ শুরু হয় রুতুজার। তাঁর অভিযোগ ছিল, মা-বাবাই স্বামীর কাছে যেতে দিচ্ছে না তাঁকে। মঙ্গলবার বিবাদ চরমে ওঠে। মাথা ঠিক রাখতে না পেরে সঞ্জীবনী ভারী পাথর দিয়ে মেয়ের মাথায় আঘাত করে। ঘটনাস্থলেই মারা যায় রুতুজা। মেয়েকে খুনের অভিযোগে মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisements

Leave a Reply