April 26, 2025

পানিত্রাসে শরৎ মেলায় নিষিদ্ধ পলিথিন

0
Advertisements

HnExpress ২১শে জানুয়ারী, বাপ্পাদিত্য ঘোষাল, হাওড়া ঃ সকল সংস্কৃতিপ্রেমী মানুষের উপস্থিতিতে শরৎচন্দ্রের বাসভবন সামতাবেড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার সঙ্গে শুরু হয়ে গেল ৪৮ তম বর্ষের শরৎমেলা। এই শরৎ মেলার বিশেষ বার্তা হলো নিষিদ্ধ পলিথিন। এদিন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বিধানসভার সদস্য পুলক রায়, এছাড়াও উপস্থিত ছিলেন প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী, ছিলেন প্রখ্যাত সাহিত্যিক বাণী বসু সহ বহু বিশিষ্ট অতিথিবৃন্দ। এই মেলা চলবে ২৭ শে জানুয়ারি পর্যন্ত।

বস্তুতঃ শরৎ স্মৃতি পাঠাগার ও শরৎ মেলা পরিচালন কমিটির ব্যবস্থাপনায় আয়োজিত এই মেলার মূল সুর ‘জল, মাটি, বায়ু দূষণ রোধ করা চাই, সুস্থ সবল নিরোগ হয়ে বাঁচবো তবেই ভাই।’ মেলার মূল মঞ্চ সাজানো হয়েছে ‘মেজ দিদি’ অবলম্বনে ও প্রদর্শনী মঞ্চ সাজানো হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশতবর্ষকে মাথায় রেখে। মেলা কমিটির পক্ষ থেকে মেলায় আসা ক্রেতা, বিক্রেতা ও সকলের কাছেই পলিথিন, প্লাস্টিক ও থার্মোকল জাতীয় জিনিস ব্যবহার না করার আবেদন জানানো হয়েছে।

Advertisements

Leave a Reply