April 28, 2025

পশ্চিম মেদিনীপুরে মোমো আতঙ্কে এবার ডেকোরেটার কর্মী

0
Advertisements

HnExpress নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর : মোমো আতঙ্কে এবার ডেকোরেটার কর্মী। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার খড়কুশায় বাড়ি ডেকোরেটার কর্মী বিশ্বজিৎ রুইদাসের মোবাইলে শনিবার সন্ধ্যা নাগাদ মোমো পরিচয় দিয়ে অজানা নম্বর থেকে প্রথমে কল আসে। কল রিসিভ করলে মোমো পরিচয় দেয়, কল কেটে দিলে আরও একবার কল করা হলে কল রিসিভ করেনি ওই যুবক। এক ঘন্টা পর মোমো ছবি সহ অপরিচিত নম্বর থেকে মেসেজ আসে বিশ্বজিৎ এর হোয়াটস্অ্যাপে। মোমো পরিচয় দিয়ে মোমো গেম খেলার কথা বলা হয়। জবাব না পেয়ে দেওয়া হয় প্রান নাশের হুমকি। ঘটনায় রীতিমতো ঘাবড়ে যায় ওই যুবক।

উল্লেখ্য, গড়বেতার ওই যুবক শুক্রবার চন্দ্রকোনার গোঁসাই বাজারে তার শ্বশুরবাড়ি যান। গোঁসাইবাজারের বাসিন্দা অরুন রুইদাস ওই যুবকের শ্বশুর। স্বাভাবিকভাবেই বর্তমানে মোমো নিয়ে রাজ্য জুড়ে আতঙ্কের জেরে ওই যুবক শ্বশুরবাড়ির সদস্যদের সাথে চন্দ্রকোনা থানায় যায়, পুলিশকে পুরো বিষয়টি জানায় এবং থানায় লিখিত অভিযোগও দায়ের করে বিশ্বজিৎ রুইদাস। বর্তমানে ওই নম্বরটি ব্লক করে দেওয়া হয়েছে। সুত্রের খবর, বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

Advertisements

Leave a Reply