December 9, 2024

পর্যটন শিল্পের প্রসারে সেমিনার

0
Img 20180920 122614
Advertisements

HnExpress উৎসব ব্যানার্জি, কলকাতা : প্রধানমন্ত্রী বলেছেন লুক ইস্ট! আর পূর্ব তথা উত্তর পূর্ব ভারতের কথা বলতে হয়, তবে প্রথমেই বলতে হয় এই এলাকার বৈচিত্র্য ও সৌন্দর্যের কথা। এই বৈচিত্র্য ও সৌন্দর্যের কারণেই উত্তর পূর্ব ভারতের পর্যটন শিল্প প্রভূত সম্ভাবনাময়। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী রাজ্যে, মূলত উত্তরবঙ্গে পর্যটন শিল্পের প্রসারে উদ্যোগী হয়েছেন এবং সফলও হয়েছেন। ব্যবসার সম্ভাবনা কখনও অনাদৃত থাকে না। পূর্ব ও উত্তর পূর্ব ভারতে পর্যটন ক্ষেত্রে বিনিয়োগও হয়েছে।

গড়ে উঠেছে এমন নানা সংস্থা, যারা পূর্ব ও উত্তর পূর্ব ভারতের পর্যটন ক্ষেত্রে বিশেষ ভাবে পারদর্শী। এমনই ১৪টি সংস্থাকে নিয়ে ২০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার অনুষ্ঠিত হল এক প্রদর্শনী ও আলোচনা সভা। আয়োজক ইন্দো- আমেরিকান বণিক সভা। মূল বক্তা তথা বিশেষ অতিথি হিসেবে হাজির ছিলেন পূর্ব ভারতে নিযুক্ত আমেরিকার কনসাল জেনারেল প্যাট্রিসিয়া হফম্যান।

আলোচনা সভার মূল উদ্দেশ্য উত্তরবঙ্গ ও পূর্ব ভারতে অন্তর্মুখী এবং বহির্মুখী পর্যটনের বৃদ্ধি ঘটানো। ভিসা, যোগাযোগ, আন্চলিক ইতিহাস নিয়ে আলোচনা হয় এই সভায়।

Advertisements

Leave a Reply