December 9, 2024

পথ অবরোধ হুগলী জেলার জাঙ্গি পাড়ায়

0
Img 20181216 Wa0028.jpg
Advertisements

HnExpress নিজস্ব প্রতিনিধি, হুগলী ঃ হুগলী জেলার জাঙ্গিপাড়া থানার অযোধ্যা গ্রামে গত ৩০ নভেম্বর সেখ আফতাব আলী নামে দেড় বছরের এক শিশুকে শ্বাসরোধ করে মেরে পুকুর পাড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছিল তাঁরই এক প্রতিবেশির বিরুদ্ধে। আর সেই দোষিকে গ্রেপ্তার না করার প্রতিবাদে রবিবার দুপুর থেকে গ্রামবাসীরা অযোধ্যা গ্রামের রাস্তায় পথ অবরোধ করেন।

এদিন অবরোধের জেরে যানচলাচল বন্ধ হয়ে পড়ে। ঘটনাস্থলে জাঙ্গিপাড়া থানার পুলিশ এসে দোষীকে গ্রেপ্তার করার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন তাঁরা। এরপর গ্রামবাসীরা জানান তাদের একটাই বক্তব্য বা দাবী যেন আফতাবের খুনিরা কড়া শাস্তি পায়। এদিকে গ্রামবাসীরা আবার পুলিশের বিরুদ্ধেও অভিযোগ তুলছেন যে, দুধের শিশুকে মেরে ফেললো পনেরো দিন পার হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত পুলিশ কেন কাউকে গ্রেফতার করতে পারলো না? পুলিশের ভূমিকা নিয়েও যথেষ্ট প্রশ্ন উঠতে শুরু করেছে।

Advertisements

Leave a Reply