March 24, 2025

লটারিতে জিতে ধেড়ুয়া গ্রাম পঞ্চায়েতে নিজেদের দখল নিল বিজেপি

0
Advertisements

HnExpress নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর : পশ্চিম মেদিনীপুর জেলার ধেড়ুয়া গ্রাম পঞ্চায়েত দখল নিলো বিজেপি লটারির মাধ্যমে। মঙ্গলবার থেকে পঞ্চায়েত গঠন এর কাজ শুরু হয়, সদরের ১৪ টি পঞ্চায়েত গঠন এর কাজ এই দিন হয়। এইদিন বর্ডারের শেষ প্রান্ত ধেড়ুয়াই পঞ্চায়েত গঠনের জন্য তৃণমূল ও বিজেপি এর কাছে সমান সমান প্রার্থী ছিল। মোট ৮টি সীটের মধ্যে বিজেপি -র ৪টি ও তৃণমূল এর ৪ টি সিট্, এই ঘটনায় কে পঞ্চায়েত গঠন করবে তা দীর্ঘ টানা পোড়েনের পর অবশেষে ঠিক হয় লটারি হবে। দুপক্ষই সম্মতি জানানোই লটারি হয় এর তাতেই জিতে যায় বিজেপি। পঞ্চায়েতে প্রধান ও উপপ্রধান দুটোই জয়লাভ করে বিজেপি, এই জয়ে স্বাভাবিক ভাবেই উৎসাহ দেখা দেয় বিজেপি কর্মীদের মধ্যে। বিজেপি কর্মীদের অভিযোগ ছিল ভোটার সময় যথেষ্ট ছাপ্পা করিয়েছে শাসক দল। তবে শেষ পৰ্যন্ত তা আর টীকাতে পারলো না। দীর্ঘ দিন তৃণমূল এর পঞ্চায়েত আজ হাতছাড়া হওয়ায় কিছুটা রুষ্ট হয়েছে শাসক দল। এই রকম ফল হবেই তারা আশা করতে পারেনি। বিজেপি এর প্রধান হন পূর্ণিমা প্রধান ও উপপ্রধান হন ভবেশ বিশুই, দুজনেই জানান মানুষের স্বার্থে কাজ করবো। বিজেপি নেতৃত্ব জঙ্গল মহলের এই সাফল্যেই বেজায় খুশি। তারা জানান জঙ্গল মহলের মানুষ জাগছে, উন্নয়নে আগামীদিনে মোদির ওপর ভরসা রেখেছে। তবে জঙ্গল মহলে বিজেপি এর এই সাফল্যে চিন্তার ভাঁজ তৃণমূল জেলা নেতৃত্বের। অন্যদিকে মনিদহ গ্ৰাম পঞ্চায়েত আসনে ১৩ টির মধ্যে ৭ টি তৃণমূলের, ৬ টি বিজেপির। আজ প্রধান ও উপপ্রধান নির্বাচন নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে ছিল দুই পক্ষের মধ্যে। প্রধান অঞ্জলী সোরেন ৭টি এবং উপপ্রধান অঞ্জন বেরা ৮ টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। যদিও পঞ্চায়েতটি এখনও তৃণমূলের দখলেই থাকল।

Advertisements

Leave a Reply