December 11, 2024

নৈহাটিতে শুরু হল পর্যটন মেলা

0
Img 20181102 Wa0011.jpg
Advertisements

HnExpress নিজস্ব প্রতিনিধি, নৈহাটি : পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরের উদ্যোগে নৈহাটিতে শুরু হয়েছে পর্যটন মেলা। শুক্রবার, ২ নভেম্বর নৈহাটির রেলমাঠে মেলার উদ্বোধন করেন পর্যটন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী ইন্দ্রনীল সেন। হাজির ছিলেন বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক, মহকুমা শাসক আবুল কালাম আজাদ ইসলাম, নৈহাটির পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায়-সহ বহু বিশিষ্ট মানুষেরা।

প্রসঙ্গত, উত্তর ২৪ পরগনায় এই প্রথম আয়োজিত হচ্ছে পর্যটন মেলা। মোট ২১টি স্টল তৈরি করা হয়েছে। বিভিন্ন জেলায় কুটির শিল্পে তৈরি বিভিন্ন জিনিস বিক্রির ব্যবস্থাও রয়েছে।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় রাজ্যের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হচ্ছে পর্যটন মেলা। তারই অঙ্গ হিসেবেই নৈহাটিতে শুরু হয়েছে মেলা। ইন্দ্রনীল সেন মেলার সূচনা করে বলেন, ২০১১-তে পর্যটন শিল্পে ছিল শেষের পর্যায়ে। আর মুখ্যমন্ত্রীর চেষ্টায় রাজ্য ৪র্থ স্থানে পৌঁছে গেছে। এ প্রসঙ্গে তিনি কেন্দ্রীয় সরকারের রিপোর্টের তথ্যের উল্লেখও করেন। বলেন, রাজস্থান ও কেরলকে পিছনে ফেলে দিয়ে এগিয়ে চলেছে বাংলা। এখন জেলাভিত্তিক পর্যটনের ওপরও জোর দেওয়া হচ্ছে বলে তিনি জানান।

Advertisements

Leave a Reply