এবারে নীলগঞ্জ রোডের ওষুধের দোকানে চুরি
HnExpress ওয়েবডেক্স নিউজ, নীলগঞ্জ : আজ সকালে আগরপাড়া নীলগঞ্জ রোডের উপরে একটি ওষুধের দোকানে চুরি হয়। ওষুধের দোকানের নাম মডার্ন মেডিকেল হল, মালিকের নাম স্বপন কুমার দাস। চুরি গেছে প্রায় আনুমানিক নগদ ৩৫ হাজার টাকা।
ঘটনাস্থলে খড়দা থানার পুলিশ আসে এবং চুরির তদন্ত শুরু করেছে। তাঁরা জানান যে, বিষয়টি তাঁরা খতিয়ে দেখছেন এবং অবিলম্বে দোষীদের ধরার চেষ্টা করছে। দোকানটি দীর্ঘ ৪০ বছরের, এই ধরনের চুরির ঘটনা এই দোকানে এই প্রথমবার ঘটে। তবে স্থানীয় সুত্রের খবর, দীর্ঘ এক মাস যাবৎ এই অঞ্চলে এমন পর পর চুরির ঘটনা ঘটেই চলেছে। কিন্তু পুলিশ প্রশাসন এব্যাপারে উদাসীন এবং নিরব দর্শক এর ভুমিকা পালন করছে। তবে এইরকম একটি জনবহুল জায়গায় এই ধরনের ওষুধের দোকানে চুরির ঘটনা এলাকায় বেশ আতঙ্কের সৃষ্টি করেছে।