April 26, 2025

নিমতা জোনাকির শ্যামাপুজো উপলক্ষে খুঁটি পুজো  উদ্বোধনে মন্ত্রী, অভিনেত্রী

0
Advertisements

HnExpress অলোক আচার্য, নিমতা ঃ নিমতা জোনাকি সমাজ সেবী সংগঠনের ষষ্ঠ বছর শ্যামাপুজোর খুঁটি পুজো উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার, উত্তর দমদম পুরসভার পুরপ্রধান সুবোধ চক্রবর্ত্তী, উপপুর প্রধান লোপামুদ্রা দত্ত চৌধুরী সহ বিভিন্ন কাউন্সিলরগণ। মঙ্গলবার সকালে খুঁটিপুজো উদ্বোধনকে ঘিরে এলাকায় উৎসবের চেহারা নেয়। পুরোহিতের মন্ত্র পাঠ, ঢাকের বাদ্যি, শঙ্খ ও উলুধ্বনি দিয়ে খুঁটিপুজোর উদ্বোধন হয়। নিমতা জোনাকির কর্ণধার ও পুরপিতা বিধান বিশ্বাস বলেন এবছর থিম কর্নাটকের ইসকন মন্দিরের আদলে মন্ডপ,উচ্চতা প্রায় ৭০ ফুট।

FB_IMG_1537257085913

প্রতিবছর উত্তর চব্বিশ পরগণা জেলায় জোনাকির শ্যামাপুজোয় থাকে অভিনবত্ত। এবছর ও বিশাল বড়ো মাপের মন্ডপ ও প্রতিমা জেলা জুড়ে আলোড়ন ফেলবে। প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীদের ঢল নামে। এবছর বৃদ্ধাশ্রমের ৫০জন বৃদ্ধ /বৃদ্ধা উদ্বোধন করবেন মাতৃ মন্ডপ। সাংসদ থেকে রাজ্যের মন্ত্রী ও সেলিব্রেটরাও আসবেন।

সারাবছর এলাকায় মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও জন সচেতনামূলক কাজকর্মে লিপ্ত থাকেন সংগঠনের সদস্যরা। গতবছর চালু হয়েছিল ফ্রি আ্যম্বুলেস পরিসেবা যান। এবছরও থাকবে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও ক্রীড়া মূলক অনুষ্ঠান। আজ বাঁশের খুঁটি রোপণ হল, সাথে সাথেই প্যান্ডেলের কাজ শুরু হল।

Advertisements

Leave a Reply