December 9, 2024

নিউব্যারাকপুরে ভয়াবহ আগুন

0
Logolicious 20181211 153554.jpg
Advertisements

HnExpress অলোক আচার্য, নিউব্যারাকপুর : নিউব্যারাকপুর ১ নং রেলওয়ে প্ল্যাটফর্মের পূর্ব পার্শ্বে ১৭৫ নং মিনিবাস স্ট্যান্ড সংলগ্ন ঝুপড়ি একটি বাড়িতে ভয়াবহ আগুন লাগে আজ দুপুরে। আগুনের শিখা দ্রুততার সঙ্গে ৬টি ঘর গ্রাস করে। স্থানীয় বাসিন্দারা খবর দিলে নিউব্যারাকপুর দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। দশ মিনিটের মধ্যে আগুন আয়ত্তে আনা গেছে বলে জানালেন নিউব্যারাকপুর দমকল বাহিনীর আধিকারিক দীপঙ্কর দাস।

তিনি জানিয়েছেন, দুপুর ১২:৩৫ মিনিট নাগাদ অফিসে ফোন আসে আগুন লাগার। পাঁচ মিনিটের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত দমকলের ইঞ্জিন ও দমকল কর্মীরা উপস্থিত হন। স্থানীয় প্রতিবেশী ও ব্যবসায়ীদের সহযোগিতায় আগুন নেভানো হয়েছে। কোনরকম হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ঘরে কেউ না থাকার জন্য আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। বেশ কিছু দোকানের ক্ষয় ক্ষতি হয়েছে। দমকল এর প্রাথমিক ভাবে অনুমান, শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে। দমকল থাকলে কি সুবিধা পাওয়া যায়, আজ নিউব্যারাকপুরবাসী তা বুঝতে পারছেন।

এছাড়াও মধ্যমগ্রাম ও বারাসত থেকেও দমকল বাহিনী ঘটনাস্থলে এসেছিল। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন নিউব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান তৃপ্তি মজুমদার, উপপৌরপ্রধান মিহির দে, পুরদলনেতা প্রবীর সাহা, পৌরপিতা অভিজিৎ বিশ্বাস সহ বেশ কয়েক জন পৌরপ্রতিনিধি। পুড়ে যাওয়া ঘরগুলি ঘুরে দেখেন পৌরপ্রধান।

Advertisements

Leave a Reply