December 11, 2024

নিউটাউনে বিধ্বংসী আগুনে লেলিহান শিখায় ভস্মীভূত কয়েকটি ঝুপড়িসহ দোকান

0
185860 Newtown Fire.jpg
Advertisements

HnExpress অলোক আচার্য, নিউটাউন : সাত সকালেই নিউটাউনে ঘটে গেল বিধ্বংসী অগ্নিকান্ড। বুধবার ভোরে নিউটাউন এলাকার গৌরাঙ্গনগর বাগজোলা খালের পাড়ে একটি অস্হায়ী বাজারে আগুন লাগে বলে সুত্রের খবর। প্রাথমিকভাবে ব্যবসায়ীরাই আগুন নেভানোর কাজ শুরু করেন। কিন্তু দাহ্য বস্তু থাকায় আগুন ছড়িয়ে পড়তে থাকে দ্রুত। মুহুর্তের মধ্যে ভস্মীভূত হয়ে যায় বেশ কয়েকটি দোকানঘর। সাথে একের পর এক দোকানের সিলিন্ডার ফাটতে থাকে।

বিস্ফোরণের আওয়াজে কেঁপে ওঠে গোটা এলাকা। প্রথমে দমকলের দুটি ইজ্ঞিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিছুক্ষণ পর আরও ২টি ইজ্ঞিন ঘটনাস্থলে পৌঁছে যায়। দমকলের ৪টি ইজ্ঞিন মিলে দুঘণ্টার চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে দমকল সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে শর্ট সাকির্টের জেরেই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। তবে এর জেরে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে স্থানীয় ছোট ব্যবসায়ীদের।

Advertisements

Leave a Reply