December 11, 2024

নারী স্বত্ত্বাকে কুর্নিশ জানাতে আগমনীর একটি ছোট্ট প্রয়াস হল, “নারী, শাড়ি” একজিবিশন

0
Img 20190723 180748.jpg
Advertisements

HnExpress ইন্দ্রানী সেনগুপ্ত, বাঙ্গুর ঃ নারী হল সৌন্দর্যের প্রতীক। আর সেই সৌন্দর্যকে নানা বিভূষণে বিভূষিত করার উদ্দেশ্যে এবং নারী স্বত্ত্বাকে কুর্নিশ জানাতে আগমনীর একটি ছোট্ট প্রয়াস হল, “নারী, শাড়ি” ইভেন্ট। গত ২০শে জুলাই বাঙ্গুর টাউন হলে বিভিন্ন হ্যান্ডক্র‍্যাপটের তৈরি সামগ্রীর একজিবিশনে এলাকার মহিলারা তাদের তৈরি নানান উপকরণ সহ অংশগ্রহণ করে।

গত ১৯, ২০, ২১শে জুলাই —তিনদিন ব্যাপী চলে এই “নারী, শাড়ি” এগজিবিশন। তিনদিন ব্যাপী এই এগজিবিশনে এলাকার সমস্ত ব্যবসায়ী মহিলাদের একত্রিত করে তাদের নিজের হাতে বানানো উপকরণ গুলি তুলে ধরা হয় জনসমক্ষে। তাদেরকে স্বনির্ভর করার উদ্দেশ্যে সাহস যোগাতেই এই এগজিবিশনের মূল উদ্দেশ্য।

যেকোনো রকমের খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন।

এই অনুষ্ঠানের মূল আকর্ষণই হল, নানান ধরনের বুটিকের শাড়ি, আইটেম, ভিন্ন ভিন্ন স্বাদের নানা গহনার সম্ভার, কুর্তি, মহিলাদের প্রসাধনী সামগ্রী, ছিল ছেলেদের জন্য ছিল বুটিকের পাঞ্জাবি, ফতুয়া, সফট টয়, হ্যান্ড ব্যাগ, আরও নানান ধরনের জিনিসের বিপুল সম্ভার।

এদিন উপস্থিত ছিলেন গায়িকা শুভলক্ষী দে, টিভি সিরিয়াল এর অভিনেতা সায়ক চক্রবর্তী সহ বহু বিশিষ্ট অতিথিবৃন্দ। মিডিয়া পার্টনার হিসেবে সহযোগিতায় ছিল, Highlight News Express (HnExpress) Digital media, Bhumi 24X7 চ্যানেল প্রভৃতি।

Advertisements

Leave a Reply