নন্দীগ্রামে পালিত হল শহীদ দিবস

HnExpress অর্নব দেবনাথ, নন্দীগ্রাম : নন্দীগ্রাম ভূমি অান্দোলনে ১৪ই মার্চ ২০০৭ সালে এই দিনে সি.পি.অাই.এম -এর কর্মী যারা হার্মাদ বাহিনী নামেই পরিচিত, তারাই আগ্নেয়াস্ত্র নিয়ে নিরীহ গ্রামবাসীর উপর আঘাত হানে, সেই আঘাতের ফলে প্রাণ হারিয়ে ছিল নিরীহ গ্রামবাসীদের অনেকেই।
আজ নন্দীগ্রাম সোনাচূড়া শহীদ মিনারে সেই বীর শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করলেন, এলাকার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন ও পরিবেশ মন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও উপস্থিত ছিলেন নন্দীগ্রামের শহীদমাতা তথা পাঁশকুড়ার বিধায়ক ফিরোজা বিবি, খেজুরীর বিধায়ক রনজিৎ মন্ডল, জেলা পরিষদের সহ সভাধীপতি সেক সুফিয়ান, নন্দীগ্রাম পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আবু তাহের সহ ভূমি উচ্ছেদ কমিটির অন্যান্য নেতৃত্ববৃন্দ।
আরও উপস্থিত ছিলেন নন্দীগ্রামের সংগ্রামী মানুষজন। আজকের দিনে মানুষের ভীড় ছিলো চোখে পড়ার মতো।