December 13, 2024

নদিয়ার বুকে ঘটল এক অদ্ভুত ঘটনা

1
Advertisements

HnExpress সুদীপ ঘোষ, নদীয়া :
নদিয়ার অন্তর্গত কৃষ্ণনগর শহরে ঘটে গেলো মানবিকতার এক দৃষ্টান্ত স্বরূপ ঘটনা। সম্প্রতি কৃষ্ণনগরের একটি পাড়া নগেন্দ্র নগরের শ্মশান কালিবাড়ির পাশে একজনের মা মারা যান, যার নাম পুতুল বিশ্বাস। তাঁর শ্রাদ্ধ অনুষ্ঠানে চিরতীত সামাজিক নিয়মানুযায়ী সমাজের বিশিষ্ট ব্যাক্তিবর্গ, আত্মীয়স্বজন বা বন্ধু বান্ধবদের আমন্ত্রণ না জানিয়ে এবং পেট পুরে খাওয়ানোর বদলে, বরং কৃষ্ণনগরের গরিব হতদরিদ্র মানুষদের আমন্ত্রণ জানানো হয়। যা আজ সমাজের বুকে এক দৃষ্টান্তমূলক মানবিকতার পরিচয় হয়ে উঠেছে।

সুত্রের খবর, মৃতা পুতুল দেবী নাকি মানুষকে খাওয়াতে ভালোবাসতেন। আর সেই জন্যই এই উদ্দ্যোগ নেন তাঁর একমাত্র কন্যা দীপিকা দাশগুপ্ত বিশ্বাস। তিনি বলেন” আমার মা সব সময় সব মানুষের সেবা দিতে পছন্দ করতেন, মানুষকে ভালবাসতেন। এবং তার ফলে নিজেও মনে মনে খুব শান্তি পেতেন।” আর আজ সেই মায়ের ইচ্ছে পূরণের কাজ করার পর অনেক শান্তি অনুভব করছেন মৃতা পুতুল বিশ্বাসের একমাত্র কন্যা। একমাত্র জামাই উৎপল দাসগুপ্তর মন্তব্য “এই ভাবেই যদি সকল শুভ বুদ্ধি মানুষ সকল গরিব মানুষে পাশে একদিন করেও দাঁড়ায় তা হলে হয় তো এক অভুক্তের ক্ষুধা নিবৃত্তি হবে, সেও দুঃখের মাঝে এক অনাবিল খুশির অনূভব পাবে।”

Advertisements

1 thought on “নদিয়ার বুকে ঘটল এক অদ্ভুত ঘটনা

Leave a Reply