নজির গড়ল মুর্শিদাবাদের জঙ্গিপুর, সম্প্রীতির মেলবন্ধনে
HnExpress জিয়াউল হক, জঙ্গিপুর ঃ হিন্দু মুসলিম সাম্প্রদায়িক হিংসার কারনে জঙ্গিপুরে একের পর এক পথ অবরোধ, বিক্ষোভ মিছিল, শান্তি মিছিল করেই চলেছে। কিন্তু সব থেকে বড় প্রশ্ন ছিল তাতে কি আদৌ কোন কাজ হচ্ছে? সেখানে সম্প্রীতির এক মেলবন্ধনের দ্বারা নজির গড়ল মুর্শিদাবাদের জঙ্গিপুরে।
আজ তারই ফল স্বরূপ দেখতে পাওয়া গেল জঙ্গিপুর বরজের আসরাফ সেখ, পাশের রাজ্য ঝারখন্ডের বাসিন্দা ক্যান্সারের রুগি সিদ্ধার্থ শঙ্কর ঝাঁকে নিজের রক্ত দিয়ে মানবিকতার এক নজির সৃষ্টি করলেন। পেশায় টোটো চালক আসরাফ সেখ এদিন “SAVE HUMANITY BLOOD GROUP” এর সদস্য মোস্তফা আনসারি ও রাজু সেখের আহ্বানে ডাক দিয়ে প্রাণ বাঁচানোর এই মহৎ কাজে এগিয়ে আসলেন।
যেকোনো রকমের খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন।
আর সমাজের সংকীর্ণ মানসিকতার মানুষদের আবার বুঝিয়ে দিলেন যে আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, ছিলাম, আছি ও থাকবো। তিনি প্রমাণ করে দিলেন কাজী নজরুল ইসলামের সেই মহান কবিতার পঙক্তি, “মোরা এক বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান/ এক যে তাহার নয়ন মনি আর এক যে তাহার প্রাণ।” আজকের নায়ক আসরাফ সেখ আরও বললেন যে, যখনই প্রয়োজন হবে তখনই রক্ত দিতে আমি রাজি আছি।