দক্ষিণ কলকাতার বাইপাস সংলগ্ন এক বিখ্যাত উৎপাদক সংস্থার নকল পণ্যের কারখানার খোঁজ পেল কলকাতার গোয়েন্দা বিভাগ
HnExpress ৩রা ফেব্রুয়ারী, নিজস্ব প্রতিনিধি, কলকাতা ঃ খুব সম্প্রতি চুল রং করার এক বিখ্যাত উৎপাদক সংস্থার নকল পণ্যের কারখানার খোঁজ পায় কলকাতার গোয়েন্দা বিভাগ এবং পূর্ব যাদবপুর থানার পুলিশ। সুত্রের খবর, বেসরকারি এক গোয়েন্দা সংস্থার কর্ণধার রাজু আহমেদের অভিযোগের ভিত্তিতেই পুলিশ এই অভিযান চালিয়ে ছিল, এবং তাতে সফলও হয়ে ছিল।
আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো। এবার অকুলস্থল দক্ষিণ কলকাতার বাইপাস বাইপাস সংলগ্ন আনন্দপুর থানার অধীনস্থ পঞ্চান্নগ্রাম। সোমবার দুপুরে কলকাতা গোয়েন্দা পুলিশ এবং আনন্দপুর থানার উদ্যোগে সেই বেসরকারি এফ আর গোয়েন্দা সংস্থার কর্ণধার রাজু আহমেদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয় পঞ্চান্নগ্রামে। সেখান থেকে আটক করা হয় যুবক তাহির আহমেদকে (২৯)।
বেসরকারি গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে রাজু আহমেদ জানান, একশ্রেণীর অসাধু পাইকারি ব্যবসায়ীদের যোগসাজশে ভেজাল পণ্যের কারবারিরা ভেজাল পণ্য উৎপাদনে আগ্রহী হচ্ছে। অন্যদিকে কলকাতার ভারপ্রাপ্ত ডিসি ইবি জানিয়েছেন, আজকের এই অভিযানে প্রায় ১৫ লক্ষ টাকার মত ভেজাল সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে বলে। পাশাপাশি তদন্ত করে দেখা হচ্ছে এই চক্রের সঙ্গে আর কারা কারা বা কোন কোন বড় মাথারা যুক্ত আছেন।