নকআউট ফুটবল প্রতিযোগিতায় জয়লাভ করলো ভোজপুর একাদশ
HnExpress রাহুল রায়, পূর্ব বর্ধমান : পূর্ব বর্ধমান এলাকার কাটোয়া ২নং ব্লক এর তৃনমূল কংগ্রেস এবং যুব তৃনমূল কংগ্রেসের উদ্যোগে প্রতি বৎসরের ন্যায় এই বৎসরেও তুহিন সামন্ত স্মৃতি উইনার্স এবং অন্নপূর্ণা গড়াই স্মৃতি রানার্স কাপ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো মেঝিয়ারীর স্কুল এর মাঠে। এদিন খেলার দেখার জন্যে মাঠে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী পিন্টু মণ্ডল সহ কাটোয়া ২নং ব্লকের নেতৃত্ববৃন্দ ও তৃণমূল সমর্থকরা।
গতকাল মানে রবিবার ফুটবল খেলাটি হয় ভোজপুর একাদশ ক্লাব বনাম মেঝিয়ারী সিএসপি একাদশ ক্লাব। এদিনের ফুটবল খেলায় ভোজপুরি একাদশ ৩-১ গোলে মেঝিয়ারী সিএসপি একাদশকে পরাজিত করে। এই ফুটবল খেলায় চ্যাম্পিয়নশীপ ছিনিয়ে নেয় ভোজপুর একাদশ ক্লাব। এদিনের এই খেলাকে ঘিরে মাঠে উন্মাদনা ছিল চোখে পড়ার মত। অসংখ্য ক্রীড়াপ্রেমী মানুষ এদিন মাঠে উপস্থিত হয়ে খেলার আনন্দ উপভোগ করে।