দুর্গানগর সেবা সমিতির উদ্যোগে রক্তদান ও স্বাস্থ্য শিবির

HnExpress অলোক আচার্য, দুর্গানগর : সামাজিক দায়বদ্ধতা পালনে মানুষের সেবায় রক্তদান ও স্বাস্থ্য শিবির করল দুর্গানগর সেবা সমিতি নিজস্ব ভবনে এবং রাধামাধব জিউর মন্দির প্রাঙ্গণে রবিবার সকালে। শনিবার ডেঙ্গি সচেতনায় একটি পদযাত্রা আয়োজিত হয় সেবা সমিতির উদ্যোগে। রবিবার সংঘের প্রয়াত প্রাক্তন সভাপতি কাশিনাথ সরকারের স্মৃতির উদ্দশ্যে স্বাস্থ্য শিবিরে ছিল দাঁত ও চোখের পরীক্ষা, ইসিজি, বোন ম্যারো ডেনসিটিটেস্ট, ইউরিক অ্যাসিড, ডি এন ডি সি নিউরোপ্যাথি। সেবা সমিতির ৩৮তম বর্ষের স্বাস্থ্য এবং রক্তদান শিবিরে উপস্হিত ছিলেন দমদমের সাংসদ অধ্যাপক সৌগত রায়, উত্তর দমদম পুরসভার পুরপ্রধান সুবোধ চক্রবর্তী, স্হানীয় পৌরপিতা বিধান বিশ্বাস, প্রদ্যুৎ বিশ্বাস, পৌরমাতা অঞ্জু মিশ্র, সমাজসেবী অশোক শর্মা, স্হানীয় নেপাল চন্দ্র বিদ্যাপীঠের প্রধাণ শিক্ষক তপন কুমার সরকার, গৌতম গুহ, সঙ্গীত শিল্পী পরিক্ষিত বালা,ডাক্তার প্রবীর কুমার সরকার, ডা. দূর্বা দল মহান্ত, ড. নির্ঝর বিশ্বাস, ড. নিতা মন্ডল প্রমুখ। সেবা সমিতির অন্যতম সমাজ সেবী ও পরিচালক মৃনাল রায় জানান মানুষের সেবায় দুর্গানগর সেবা সমিতি একটি চ্যারিটেবল পলিক্লিনিক চালায়।
অভিজ্ঞ চিকিৎসকরা পরিষেবা দেয়। কেন্দ্রীয় ব্লাড ব্যাঙ্কের সহযোগীতায় ৪৬জন শিবিরে রক্তদান করেন। সাংসদ সৌগত রায় বলেন, রক্তদানের চেয়ে মহৎদান আর কিছু হয়না। সংঘের কোনো প্রচার ছাড়াই কিছু নিঃস্বার্থ ভাবে নিরবে মানুষ সেবা করে চলেছেন।উত্তরতর শ্রীবৃদ্ধি কামনা করি। থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধে মানুষের মধ্যে আরও বেশি সচেতনতা বাড়াতে হবে। বিকেলে সমিতির সদস্য সদস্যাদের ছেলেমেয়েরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে।