December 9, 2024
Img 20180903 Wa0001.jpg
Advertisements

HnExpress নিজস্ব প্রতিনিধি, কাঁচরাপাড়া : বাংলার দশজন নারীকে নিয়ে গড়ে সাংস্কৃতিক সংগঠন দশমিতা। রবিবার, নৈহাটির সমরেশ বসু অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল প্রথম নিবেদন পঞ্চ কবির গান। রবীন্দ্রনাথ, নজরুল, অতুলপ্রসাদ, দিজেন্দ্রলাল ও রজনীকান্তের গান পরিবেশন করেন দশমিতার শিল্পীরা। মঙ্গলদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বাংলার বিশিষ্ট ঢোলবাদক দোহার-এর মৃগনাভি চট্টোপাধ্যায় ও বীজপুর প্রেস ক্লাবের সম্পাদক সাংবাদিক দেবাশিস রায়। পাঁচ কবির গানের সঙ্গে ছিল কবিতা পাঠেরও আসর। অনুষ্ঠানে একক সংগীতের পাশাপাশি সমবেত কবিতা পাঠে অংশ নেন কণ্ঠভাষ এর তিন শিল্পী মৌসুমী চ্যাটার্জি, ইশিতা চ্যাটার্জি ও অর্পিতা মৈত্র। একক আবৃত্তি ও সঞ্চালনায় অপর্ণা মহন্ত চক্রবর্তী অনবদ্য। প্রসঙ্গত, যন্ত্রানুসঙ্গেও ছিলেন মহিলা শিল্পীরা। তবলায় অপর্ণা মণ্ডল, কীবোর্ডে স্নিগ্ধা বসু ও পার্কাসনে নিবেদিতা লাহিড়ী অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তুলেছিল। আর যাঁর ভাবনায় দশমিতা-র এই অভিনব প্রয়াস তিনি হলেন চম্পা চক্রবর্তী। কিছু ত্রুটিবিচ্যুতি থাকলেও দশমিতা-র আন্তরিকতায় তা ঢাকা পড়ে গেছে। তাই উপস্থিত দর্শক-শ্রোতারা দশমিতাকে অকুণ্ঠ অভিনন্দন জানিয়েছেন এমন এক ব্যতিক্রমী অনুষ্ঠান উপস্থাপনের জন্য।

Advertisements

Leave a Reply