December 11, 2024

থ্যালাসেমিয়া রোগীকে আর্থিক সহায়তা

0
Aqua Strong 52939429529708738174..jpg
Advertisements

HnExpress অলোক আচার্য, নিউব্যারাকপুর : দক্ষিণ ২৪ পরগনার ঘুটিয়ারি শরিফ সাহাপুর এলাকার বাসিন্দা থ্যালাসেমিয়া আক্রান্ত কুরবান লস্করকে আর্থিক সহায়তা করল বিশিষ্ট শিল্পপতি অশোক শর্মা। নিউব্যারাকপুরের বহুমুখী সামাজিক সংগঠন ত্রিধারার ৩৬ তম বর্ষের রক্তদান শিবিরে এসে বিশিষ্ট সমাজসেবী অশোক শর্মা থ্যালাসেমিয়া রোগীর হাতে ৫০০০ টাকা তুলে দিল।

অশোক শর্মা বললেন, রক্তদান হল হৃদয়ের দান। এটি কোন পণ্য নয়। মানুষের সেবাই আমাদের মূল লক্ষ্য। উপহার বর্জিত এই শিবিরে এসে আমি দেখতে পেয়েছি বিশ্ব সৌহাদ্যের ভ্রাতৃত্ববোধ। একটি থ্যালাসেমিয়া আক্রান্ত অসহায় রোগীকে আর্থিক সাহায্য করতে পেরে আমরা গর্বিত। আমি তার পাশে দাঁড়িয়েছি, এটাই আমার পরম প্রাপ্তি। রক্তদান আন্দোলনকে বাঁচিয়ে রাখতে ত্রিধারার মত সংগঠনগুলিকে আরও বেশি করে এগিয়ে আসতে হবে সামাজিক দায়বদ্ধতা পালনে।

এদিন শিবিরের উদ্বোধন করেন ১৫৩ বার রক্তদাতা নৈহাটি নিবাসী পরেশ সরকার। রবিবার স্থানীয় অনুভব ভবনে রক্তদান শিবিরে সংস্থার মহিলা সদস্যদের আন্তরিকতা ছিল চোখে পড়ার মতো। রক্তদাতাদের কপালে চন্দন ফোঁটা ও রক্তগোলাপ দিয়ে সম্মানিত করা হয়। রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন নিউব্যারাকপুর পৌরসভার পুরদলনেতা প্রবীর সাহা, পুরপিতা নিখিল মালো , পৌরমাতা পূর্ণিমা রায় , অসিত ভট্টাচার্য, কবি ও সাংবাদিক স্বপন বক্সী, পূর্ণেন্দু চক্রবর্তী সহ বিশিষ্টজনেরা।

ত্রিধারার কর্ণধার গৌতম মজুমদার বলেন , এই ৩৬ তম বর্ষের রক্তদান শিবিরের মঞ্চ উৎসর্গ করা হয়েছে প্রয়াত বঙ্কিম ভট্টাচার্য ও ইন্দ্রজিৎ বসু স্মরণে। বারাসত সদর ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় শিবিরে ৬১ জন রক্তদান করেন। শুধু রক্তদান নয় , সংস্থার উদ্যোগে মানুষের সেবায় বিভিন্ন জনহিতকর ও সচেতনতামূলক কর্মসূচি করে চলেছে সংগঠন। তারমধ্যে রয়েছে পুস্তক বিতরণ, দাতব্য চিকিৎসা কেন্দ্র, রাখী বন্ধন, স্বাস্থ্য শিবির, রক্তদান সচেতনতা সেমিনার ইত্যাদি।

Advertisements

Leave a Reply