December 11, 2024

তোর জন্য বেঁচে আছি হৃদয়

1
Inshot 20181008 231659610
Advertisements

HnExpress দেবাশিস রায়, কলকাতা : অনেকেই তো অনেক কিছু করে। কেউ মনে রেখে, আর কেউ মেনে নিয়ে! সোশ্যাল মিডিয়াকে যে বা যারা নিন্দা করে করুক, তা যে সমাজের ভালো কিছুও করতে পারে তার জ্বলন্ত উদাহরণ ‘তোর জন্য বেঁচে আছি হৃদয়’ নামক প্রতিষ্ঠানটি। হ্যাঁ এটা একটি হোয়াটস অ্যাপ গ্রুপ।
কিছু বন্ধু মিলে ঠিক করেন সমাজের জন্য বা দুঃস্থ ও গরিব মানুষের জন্য কিছু করা যায় কিনা! যেমনি ভাবা তেমনি কাজ। তাঁরা শুরু করলেন কাজ। খোঁজখবর নিয়ে তাঁরা জানতে পারেন মথুরাপুরে এবং রায়দিঘিতে দুটি অনাথ আশ্রম বা বোর্ডিং আছে। যেখানে বহু দূরদূরান্ত জেলা যেমন পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর ইত্যাদি জেলা থেকে অনাথ বাচ্চারা এসে পড়াশোনা করে। তাদের কারো বাবা আছেন মা নেই, আবার কারো মা আছেন তো বাবা নেই। আবার কারোর হয়তো কেউই নেই। তাদের পাশে দাঁড়াল একটি হোয়্যাটস অ্যাপ গ্রুপ, যার নাম “তোর জন্য বেঁচে আছি হৃদয়”।

বেশ কিছু সহৃদয় মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে ৭ অক্টোবর, রবিবার ১০৮ জন ছাত্রছাত্রীকে পুজোর জামাপ্যান্ট, গেঞ্জি, গামছা, বেডকভার, সাবান, পেষ্ট, ব্রাশ, হেয়ার অয়েল, টফি-লজেন্স ইত্যাদি দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিল এই সংগঠন। যাঁরা না থাকলে এই সমগ্র সহযোগিতা করা সম্ভব হতো না, তাঁরা হলেন প্রখর মজুমদার (রাজা), নির্মল, সজল ব্যানার্জি(বাবু), সমুদ্রবাবু, চন্দনবাবু এবং বাসুদেব বাগ আর অবশ্যই রঞ্জনদা।

Advertisements

1 thought on “তোর জন্য বেঁচে আছি হৃদয়

Leave a Reply