তৃণমূলের নামে কুৎসা প্রচারের অভিযোগে অর্জুন সিং এর বিরুদ্ধে থানায় অভিযোগপত্র জমা পরল
Advertisements
HnExpress সুদীপ ঘোষ, নদীয়া ঃ আজ নদীয়ার শান্তিপুর থানায় ST/SC/OBC সেলের রাজ্য সহ সভাপতি সৈকত দাস ভাট পাড়া বিধানসভার বিধায়ক অর্জুন সিং এর বিরুদ্ধে অভিযোগ পত্র জমা করলেন। ভাট পাড়ার বিধায়ক যে কিনা কিছু দিন আগে তৃণমূল এর দলে ছিলেন কিন্তু আজ তিনি বিজেপিতে যোগদান করেছেন এবং যোগদানের পর তৃণমূল এর নামে নাকি অনেক রকম কুৎসা রটাচ্ছেন।
এই রকমই আরো একধিক অভিযোগ সহকারে নদীয়ার শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। এবং অবিলম্বে অর্জুন সিং এর গ্রেপ্তারের দাবী জানাচ্ছেন ST/SC সেলের রাজ্য সহ সভাপতি সৈকত দাস এবং তার অনুগামীরা।
Advertisements