তুষার ঝড়ের কবলে পড়ে আবারও তলিয়ে গেল সেনা ছাউনি
HnExpress ওয়েবডেক্স নিউজ ঃ আবারও তুষার ঝড়ের কবলে পড়ে বরফে তলিয়ে গেল কয়েকজন জওয়ান সমেত এক সেনা ছাউনি। এদিন ভারী তুষারধসে চাপা পড়ে প্রাণ হারালেন এক জওয়ান। অন্যদিকে নিখোঁজ আরও দুই জওয়ান। বিশ্বস্ত সূত্রের খবর, মঙ্গলবার রাতে কাশ্মীরের অন্তর্গত কুপওয়ারার তংধরে একটি সেনা শিবিরের উপর আছড়ে পড়ে এই তুষারধস।
সেই সময় চাপা পড়ে যান সামরিক বাহিনীর বেশ কয়েকটি জওয়ান। ফলতঃ ঘটনাস্থলেই মৃত্যু হয় একজন জওয়ানের। যদিও এখনো জোরকদমে চলছে উদ্ধার কার্য। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে অনুমান সরকার পক্ষের।
ঘটনাটি ঘটার প্রায় সাথে সাথেই তল্লাশি শুরু করে দিয়েছে সেনাদের একটি উদ্ধারকারী দল। অন্যদিকে, বান্দিপোরা জেলার অন্তর্গত গুরেজ সেক্টরেও এদিন আছড়ে পড়েছে তুষারধস। আর সেখানেও বেশ কয়েকজন জওয়ান আটকে রয়েছেন বলেও আশঙ্কা করা হচ্ছে।