“তীর্থের নাম নবদ্বীপ-মায়াপুর”
HnExpress প্রহসন, কমল কৃষ্ণ কুইলা ঃ
ঘুরে এলাম নবদ্বীপ আর মায়াপুর
কোথায় শান্তি কোথায় মুক্তি সে যে বহুদূর ।
বড্ড গোলমেলে ভাই,
রহস্যে মোড়া কান্ড-কারখানা গুলো!
আছে’র থেকে না আছে বেশি সংখ্যাগুলো।দেখে শিউরে উঠলাম! একি?
কোথায় এলাম আমি? মন্দিরে নাকি মেলায়?
ফ্রি এর বদলে শুধু যে টাকার গল্প
হিসেবটা বড্ড বেশি গোলায়।পেটে ভীষণ খিদের জ্বালা
তাই এক মুঠো খাবার চাই,
পকেটে না থাকলে কড়ি
এখন থেকে কেটে পড় ভাই।হচ্ছে দেদার কুপন বিক্রি
চলছে ব্যবসাদারী,
সাধুর বেশে ভেকধারীরা আছে সারি সারি।
সেথা চলে না দরাদরি; সে যাই পছন্দ করি!না আছে নিশিযাপন
না বিশ্রামের স্থান,
বউ বাচ্চা সঙ্গে গেলে থাকবে নাকো মান।
শৌচালয় আর স্নানাগার
যথেষ্ট নয় ভাই,
পর্যাপ্ত নয় পানীয় জল
সাথে সাফাই কর্মী চাই।গঙ্গা ঘাটে গঙ্গা নাই কো
নাই জীবনের দাম,
আছাড় খেয়ে জলে পড়ে
করতে হয় গঙ্গা স্নান।
স্নানের পরে গঙ্গা তীরে
মা বোনেরা কাপড় পরে;
লাজুক চোখে মিষ্টি হেসে
বিসর্জন দিয়ে শরম মান।সেখানে প্রণামী আর অনুদানে
ব্যবসা করে সাধুগণে;
কোটি টাকায় কুপন বিক্রি
কোথায় যায় সেসব, সেটা কি জানতে পারি?