December 13, 2024

তিলোত্তমায় নতুন পালক বাংলা গেট

1
Img 20181117 Wa0000.jpg
Advertisements

HnExpress দেবনাথ চক্রবর্তী, কলকাতা : ‘কলকাতা একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে।’ জীবনানন্দ দাশের এই উক্তি কার্যত প্রতিফলন ঘটছে এই কলকাতায় কোথাও না কোথাও। মাত্র কয়েকদিন আগেই দক্ষিণেশ্বরে উদ্বোধন হলো অসাধারণ আকাশ পথ। পরিকল্পনায় রয়েছে কালীঘাটের মন্দিরেও তৈরী করা হবে আকাশ পথ।

সব ছাড়িয়ে কলকাতার এই মুহূর্তের মুখ্য আলোচনার বিষয় ‘বাংলা গেট’। নিউটাউনের নারকেল বাগানে এয়ারপোর্ট গেটের কাছেই তৈরী হয়েছে ৫৫ মিটার উঁচু মিনার সম অত্যাধুনিক ঝুলন্ত ‘বাংলা গেট’। ২৫ ফুট উঁচুতে তৈরী হলো অত্যাধুনিক ঝুলন্ত রেস্তোরাঁ। এই রেস্তোরাঁ পরিচালনার দায়িত্বে থাকবে হিডকো। ১০০ থেকে ১৫০ জনের মতো মানুষ যাবার ক্ষমতা থাকলেও আপতত ৫০ জনের মত মানুষ উপরে উঠতে পারবেন। ঝুলন্ত অবস্থায় দাঁড়িয়ে দেখতে পাবেন সমগ্র কলকাতার মনোরম দৃশ্য।

গত ১৫ নভেম্বর উদ্বোধনের কথা থাকলেও কিছু কাজ বাকি থাকায় ও ফিটনেস সার্টিফিকেট এখনও না পাওয়ায় উদ্বোধন করা যায় নি। রেস্তোরাঁ, বিশ্রামের জায়গা, প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলা করার বিভিন্ন সুবিধাযুক্ত এই অত্যাধুনিক বাংলা গেট অবশ্যই কলকাতার গর্ব হতে চলেছে সে বিষয়ে কোনও সন্দেহ নেই। এটা অবশ্যই হয়ে উঠবে আইকন।

উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী স্বয়ং, এমনটাই আশা কলকাতাবাসীদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই গেট আগামী বড়দিনের উপহার বলে ভাবছেন অনেকেই। তারপরই খুলে দেওয়া হবে জনসাধারণের উদ্দেশ্যে।

Advertisements

1 thought on “তিলোত্তমায় নতুন পালক বাংলা গেট

Leave a Reply