ঠাকুরনগরে প্রধানমন্ত্রীর সভার আগে হেলিকপ্টার মহড়া বায়ুসেনার
HnExpress পাভেল রহমান, ঠাকুরনগর ঃ আগামী ২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর সভার জন্য হেলিকপ্টার নামার মহড়া হলো উত্তর ২৪ পরগনা জেলার ঠাকুরনগরের মাঠে।আগামী শনিবার ঠাকুরনগরের সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সভায় যোগ দিতে প্রধানমন্ত্রীর হেলিকপ্টার যেখানে নামার কথা আজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় ভারতীয় বায়ুসেনার একটি টিম হেলিকপ্টার মহড়া দিল। এই মহড়া দেখতে ভিড় জমান এলাকার বাসিন্দারা।
গত রবিবার বিজেপি নেতা মুকুল রায়ের সাথে দীর্ঘক্ষন বৈঠকের পর মাঠ নির্বাচন করে সভার কাজ সফল করতে কোমড় বেঁধে নেমেছে মতুয়া সঙ্ঘের শান্তনু ঠাকুর ও তার সঙ্গীসাথীরা।
প্রধানমন্ত্রীর সভার জন্য মাঠ না পেয়ে অবশেষে ঠাকুর বাড়ির অপর সাইটে কামনা সাগর পাড়ের মাঠই উপযুক্ত বলে করেন মুকুল রায় | এরপরেই মাঠে কাজ শুরু হয়েছে জোরকদমে। মাঠের এক প্রান্তে সভার মঞ্চ অন্য দিকে হেলি প্যাড তৈরি করছে।
সভার মঞ্চ ও হেলি প্যাডের প্রস্তুতির কারনে মাঠের এক সাইটের বাগানে যথেচ্ছ ভাবে গাছ কাটা হচ্ছে বলে অভিযোগ তুললেন প্রতিপক্ষ তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ঠাকুর ও তার অনুগামীরা। মমতা ঠাকুর ও সঙ্গীদের অভিযোগ হেলিপ্যাড তৈরির জন্য অবাধে গাছ কেটে ফেলা হচ্ছে। এর কারনে এলাকার প্রাকৃতিক পরিবেশ ও ভারসাম্য বিনষ্ট হতে পারে।
অন্য দিকে শান্তুনু ঠাকুরের বক্তব্য দু একটা ছোট গাছ কাটা হয়েছে আর বড় গাছের ডাল ছেঁটে ফেলা হয়েছে। আমরাও পরিবেশ রক্ষায় সচেতন ও পরিবেশে কোনও ক্ষতি হোক আমরা চাইনা। তিনি আরো বলেন যে কোনও অজুহাতে আমাদের সভা ভঙ্গ করার চক্রান্ত চলছে।
২রা তারিখ প্রধানমন্ত্রীর সভার প্রস্তুতিপর্ব চলছে জোর কদমে। এই উপলক্ষ্যে বৃহস্পতিবার ভারতীয় বায়ু সেনার দুটি হেলিকপ্টার মহড়ায় উড়ল ঠাকুর নগরের আকাশে। আজ ঠাকুর বাড়িতে মাঠ পরিদর্শনে আসেন বিজেপি নেতা মুকুল রায় ও কৈলাস বিজয় বর্গীয়। দিন রাত এক করে চলছে সভা স্থল তৈরীর কাজ।
সূত্রের খবর অনুযায়ী সকাল ১১টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভাস্থলে নামবে ও দুপুর ১ টায় সভাস্থল ছাড়বেন। এই সভায় প্রশাসনের পাশাপাশি আনুমানিক ৬-৭ হাজার ভলেন্টিয়ার থাকবে ও অন্যান্য জেলা থেকে আগের দিন যে সকল প্রতিনিধিরা আসবেন তাদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে সুত্র থেকে জানা গিয়েছে।