টালিগঞ্জকে হারিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে এল রেনবো
HnExpress অলোক আচার্য, বারাসত : কলকাতা ফুটবল প্রিমিয়ার লিগের এ গ্রুপের খেলায় বারাসত বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে মুখোমুখি হয়েছিল নিউব্যারাকপুর রেনবো এসি বনাম টালিগঞ্জ অগ্রগামী। রেনবো ৩ প্রধানের কাছে হেরে গেলেও রেনবোর বিদেশী স্ট্রাইকার জুয়েল সানডের জোড়া গোলে জয়ের মুখ দেখল রেনবো। শুরুর ২০ মিনিটের মাথায় প্রথম গোলটি করেন জুয়েল সানডে।রেনবো প্রথম থেকেই আক্রমণাত্মক ছিল। মাঝমাঠ রেনবোর দখলে চলে যায়। খেলার দ্বিতীয়ার্ধে টালিগঞ্জের উইং হাফ অসীম বিশ্বাস গোল করে খেলায় সমতা আনেন। রেনবো জেতার জন্য মরিয়া হয়ে ওঠে। খেলা শেষের ৮৫ মিনিটের মাথায় জুয়েল সানডে অসাধারণ গোলটি করে রেনবোকে লিগ টেবিলের শীর্ষে পৌঁছে দেন। এদিনের খেলায় ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন জুয়েল সানডে। রেনবো এই মুহূর্তে ৮টি খেলায় ১৫ পয়েন্ট সংগ্রহ করেছে, ৫ টিতে জয়ী ও ৩ টিতে পরাজিত। রেনবোর পরবর্তী খেলা পাঠচক্রের সাথে, কল্যাণী স্টেডিয়ামে ১১ ই সেপ্টেম্বর। কোচ তড়িৎ ঘোষ বলেন, ছেলেরা মাঠে ভালো খেলেছে। আত্মবিশ্বাস ও ফিটনেস খুব ভালোই রয়েছে। লিগ জয়ের লক্ষ্যে আগামী ৩ টি ম্যাচেও তারা ভালো খেলবে বলে আশা করছি। রেনবো দলের সভাপতি সুখেন মজুমদার খেলোয়াড়দের উৎসাহ প্রদানে আর্থিক পুরস্কার তুলে দেন তাদের হাতে। জুয়েল সানডের হাতে পুরস্কার তুলে দেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি ও ক্রীড়াবিদ্ কৃষ্ণগোপাল ব্যানার্জি। রেনবোর এই জয় লিগ পয়েন্টের চতুর্থ স্থান দখল করে নিল। প্রচুর দর্শক মাঠে উপস্থিত ছিলেন, তাদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।