ঝাড়গ্রাম জেলায় মৃদু ভূমিকম্প
HnExpress বিশেষ প্রতিনিধি, ঝাড়গ্রাম : ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকা থেকে তীব্র ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। পশ্চিম মেদিনীপুরেও বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। মৃদু কম্পনের আতঙ্কে বহু মানুষ বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে। ঘটনাটি অনুভূত হয় সন্ধ্যা ৬-৩২ মিঃ। যদিও কম্পনের তীব্রতা কম থাকায় কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সদ্য প্রাপ্ত খবর অনুযায়ী ভূমিকম্পের কেন্দ্র সম্ভবত ইন্দোনেশিয়ার বালি নিকটবর্তী সমুদ্র উপকূলে। ভূমিকম্পের তীব্রতার মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.২। সংশ্লিষ্ট সব দপ্তর থেকে জানা গিয়েছে ভয়ের কোন কারণ নেই। তবে এর পরেও ভূমিকম্প অনুভূত হলে বাড়ি থেকে বাইরে বেরিয়ে ফাঁকা জায়গায় থাকার জন্য অনুরোধ করেছেন আবহাওয়া দপ্তর থেকে।