জোনপুরে ব্যাগ ভর্তি কৌটো বোমা উদ্ধার : ব্রেকিং নিউজ
HnExpress দেবাশিস রায়, কাঁচরাপাড়া : একাদশীর সকালে দু’ব্যাগ ভর্তি কৌটো বোমা উদ্ধার করল বীজপুর পুলিশ। ঘটনাটি ঘটেছে কাঁচরাপাড়া জোনপুর এলাকায় গার্লস স্কুলে কাছে। এদিন সকাল ১০টা নাগাদ এক কাগজ কুড়োনি যুবক প্রথম দেখতে পান একটি প্লাস্টিকের ব্যাগ।
সেটি খুলতেই তার চোখে পড়ে তাতে রয়েছে একটি টিফিন বক্স। সেটি না খুলেই সে আশপাশের বাসিন্দাদের ডেকে বিষয়টি জানান। সকলের সন্দেহ দানা বাঁধে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বীজপুর থানায়। পুলিশ এসে স্কুলের পাশে ঝোপজঙ্গলে ঘেরা এলাকায় তল্লাশি চালায়।
উদ্ধার হয় আরও একটি কালো রঙের প্লাস্টিকের ব্যাগ। তাতেও মেলে বেশ কয়েকটি কৌটো বোমা। সেগুলি সেখানেই নিষ্কৃয় করে কর্তব্যরত পুলিশ কর্মীরা। এই বোমা উদ্ধারের ঘটনায় জোনপুর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
ছবি : সায়ন্তী সেনগুপ্ত
Exclusive News .