জ্বলল গাড়ি, পড়ল বোমা, রণক্ষেত্র ভাটপাড়ায়
HnExpress নিজস্ব প্রতিনিধি ঃ সুত্রের খবর অনুযায়ী তৃণমূলের দাবি, অর্জুন সিংয়ের লোকজনই গতকাল রাতে ইচ্ছাকৃত অশান্তি করে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করছে। এর সাথে অর্জুনের বিরুদ্ধে গুলি চালানোরও অভিযোগ তুলেছেন উত্তর ২৪ পরগনা জেলার তৃণমূল সভাপতি তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর বক্তব্য হলো, কমিশন সব জানে, তবু চোখ বন্ধ করে রেখেছে।
শেষ দফায় ভোটের আগের রাতে বোমাবাজির জেরে উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার ভাটপাড়া। গতকাল এই রেষারেষির জেরে আর্যসমাজ এর মোড়ে দু’টি গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। আবার অন্যদিকে অর্জুন সিংয়ের বিরুদ্ধে গুলি চালানোরও অভিযোগ উঠেছে। যদিও অভিযোগ নস্যাত্ করেন দেন অর্জুন। তবে চরম উত্তেজনা থাকায় এলাকায় রয়েছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।
আজ রবিবার সপ্তম দফার নির্বাচনের সঙ্গেই
ভাটপাড়া কেন্দ্রে উপনির্বাচন ছিল। অর্জুন সিংয়ের ছেলে পবন সিং এখানে বিজেপির প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে। অন্যদিকে তৃণমূলের হয়ে লড়াইয়ের ময়দানে রয়েছেন মদন মিত্র। তবে ভোটের কয়েক ঘণ্টা আগে হামলা কারা করল, তা নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে চলছে চাপানউতোর।
যদিও সুত্রের খবর, বিজেপির ব্যারাকপুর কেন্দ্রের প্রার্থী অর্জুন সিং পালটা শাসকদলের দিকেই আঙুল তুলেছেন। তাঁর নিশানায় রয়েছে তৃণমূলের প্রার্থী মদন মিত্র। তবে মদন মিত্রের নাম না-করেই এদিন অর্জুন সিং বললেন, কামারহাটি থেকে লোকজন এনে তৃণমূলই এই অশান্তি পাকিয়েছে। অপরদিকে জ্যোতিপ্রিয় মল্লিক বললেন, মিথ্যে বলছে অর্জুন, এসব ওরই কারসাজি।