ব্রেকিং নিউজ : জামিনে মুক্ত মুকুল রায়ের শ্যালক সৃজন!
HnExpress দেবাশিস রায়, হালিশহর : রেলে চাকরির দেওয়ার নামে প্রতারণা মামলায় ৪ মে, শুক্রবার দিল্লি থেকে গ্রেপ্তার হন সৃজন রায় ওরফে সাজা। উল্লেখ্য, তিনি বিজেপি নেতা মুকুল রায়ের শ্যালক। ৫ মে তাঁকে বারাকপুর আদালতে তোলা হলে ১২ দিনের পুলিশি হেফাজত হয়। এরপর ১৭ ফের তাঁকে আদালতে হাজির করা হলে তিনি জামিনের আর্জি জানান। কিন্তু তা মন্জুর হয়নি। অবশেষে প্রায় ১৭৮ দিন হাজতবাস করার পর সৃজন রায়ের জামিন মঞ্জুর করলো কলকাতা হাইকোর্ট।
বুধবার বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি রবি কৃষাণ কাপুরের ডিভিশন বেঞ্চ ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে শর্তসাপেক্ষে সৃজনের জামিন মঞ্জুর করেন বলে আদালত সূত্রের খবর। তবে সৃজন রায়কে শর্ত দেওয়া হয়েছে যে তিনি কলকাতার বাইরে যেতে পারবেন না। পাশাপাশি নিরাপত্তার খাতিরে তাঁর নিজের জেলা উত্তর ২৪ পরগনাতেও প্রবেশ করতে পারবেন না বলে আদালত নির্দেশ দিয়েছেন।
প্রসঙ্গত, চলতি বছরের ২৩ মার্চ বীজপুর থানায় মনোজ সাউ নামে এক ব্যক্তি সৃজন ও মুকুল রায় রেলে চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকা ঘুষ নিয়েছেন বলে লিখিত অভিযোগ জানান। তারই ভিত্তিতে বীজপুর পুলিশ দিল্লি থেকে সৃজনকে গ্রেপ্তার করে। যদিও মুকুল রায় আগাম জামিন পেয়ে যান। এমনকি আদালত অভিযুক্তের আইনজীবীর কাছে জানতে চান, একজন সাধারণ মধ্যবিত্ত মানুষ চাকরির লোভে ওই লক্ষাধিক টাকা কোথায় পেলেন?
যদিও অভিযুক্তের আইনজীবী কোনও সদুত্তর দিতে পারেননি। যার দরুন মুকুল রায় সেই মামলা থেকে অব্যাহতি পান। এদিকে কাঁচরাপাড়ায় সৃজনের পরিবার-পরিজনেরা তাঁর জামিন পাওয়ায় যারপরনাই খুশি। এলাকায় যথেষ্ট খুশির হাওয়া।