জলঙ্গীর সীতানগরে আর্সেনিক যুক্ত জল দূষণ মুক্ত করার প্রযুক্তি স্থাপন
HnExpress বাবু মন্ডল, মুর্শিদাবাদ ঃ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড দ্বারা মুর্শিদাবাদ জেলার প্রান্তিক এলাকায় প্রবেশ করে, আর্সেনিক জল দূষণ মুক্ত করার প্রচেষ্টা করে। মুর্শিদাবাদের জলঙ্গীর সীতানগর উচ্চ বিদ্যালয় ও হুকহারা মাধ্যমিক বিদ্যালয়ে আর্সেনিক যুক্ত জল দূষণ মুক্ত করার প্রযুক্তি
স্থাপন করেন বৃহস্পতিবার সকালে।
তার ফলে সমস্ত ছাত্রছাত্রী, শিক্ষক ও শিক্ষিকা বিশুদ্ধ পানীয় জল পাবে। সমগ্র প্রকল্পের স্থাপন করা হয় ইন্ডিয়ান অয়েল সামাজিক দায়বদ্ধতা প্রকল্পের আধারে। এদিন এই সমাজসেবামূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী অঞ্জন ভট্টাচার্য (SR. ম্যানেজার টার্মিনাল) এবং শ্রী বিশ্ব শান্তি ভট্টাচার্য (Dy. জেনারেল ম্যানেজার HR-CSR) ও সীতানগর বিদ্যালয় প্রধান শিক্ষক প্রমুখ।
যেকোনো রকমের খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন।