April 24, 2025

এফ সি আইকে এক গোলে হারিয়ে জয়ের মুখ দেখল রেনবো এসি

0
Advertisements

HnExpress অলোক আচার্য, কল্যাণী : কলকাতা ফুটবল প্রিমিয়ার লিগের এ গ্রুপের খেলায় শুক্রবার কল্যাণী স্টেডিয়ামের মাঠে এফ সি আই ও নিউব্যারাকপুর রেনবো অ্যাথলেটিক ক্লাব মুখোমুখি হয়েছিল।রেনবো মহামেডানের কাছে ১ গোলে পরাজিত হওয়ার পরে প্রতিশোধ নিল এফ সি আই কে হারিয়ে। খেলার দ্বিতীয়ার্ধে ৫৬ মিনিটের মাথায় রেনবোর হয়ে অসাধারণ গোলটি করে বিদেশি স্ট্রাইকার জুয়েল সানডে। খেলার প্রথম থেকেই রেনবো আক্রমণাত্মক ছিল। রেনবো মাঝমাঠ দখল করে নিয়েছিল। এফ সি আই একটি গোলের সুযোগ নষ্ট করেছিল। এফ সি আইকে হারিয়ে রেনবোর খেলোয়াড়দের আত্মবিশ্বাস তুঙ্গে।রেনবো ৪টি খেলার দুটিতে জয়ী ও দুটিতে পরাজিত হয়েছে। রেনবোর পয়েন্ট – ৬। প্রচুর দর্শক মাঠে উপস্থিত হয়েছিলেন ভেঁপু, বাঁশি, ঢোল নিয়ে। দর্শকদের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। খেলার ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন জুয়েল সানডে। রেনবোর কোচ তড়িৎ ঘোষ বলেন লিগ জয়ের লক্ষ্যে রেনবো এগিয়ে যাবে। রেনবো এসির সভাপতি সুখেন মজুমদার বলেন, গত বছর আমরা চতুর্থ স্থানে ছিলাম। এবারে আরো ভালো ফল করব। তিনজন বিদেশী খেলোয়াড়দের নিয়ে দলের আত্মবিশ্বাস এখন তুঙ্গে।

Advertisements

Leave a Reply