যানজট ছড়িয়ে পড়ে গোটা দক্ষিণ কলকাতায়
HnExpress সম্রাট গুপ্ত, কলকাতা : মাঝেরহাট সেতু ভেঙে যাওয়ার ফলে কেবল বেহালা -ঠাকুরপুকুর ও সংলগ্ন বিস্তীর্ণ এলাকাই নয়, এর প্রভাব পড়েছে গোটা দক্ষিণ কলকাতার ওপর।
মাঝেরহাট ব্রিজ এড়াতে বিভিন্ন রুটের বাস-মিনিবাস, গাড়ি দেশপ্রাণ-শাসমল রোড, আশুতোষ রোড ধরে। ফলে এই দীর্ঘ পথে গাড়ির গতি স্তব্ধ হয়ে পড়ে। রাত পর্যন্ত চলে এই দুর্ভোগ। হাজরা মোড়, রাসবিহারি মোড়, টালিগঞ্জ ফাঁড়ির জট ছাড়াতে পুলিশ হাবুডুবু খায়। এসি১-সহ যাদবপুরগামী কিছু বাস পুলিশ লেকের মধ্যে দিয়ে ঘুরিয়ে দেয়।
নিত্যযাত্রীদের শঙ্কা আগামী দিনগুলির যাতায়ত ব্যবস্থা নিয়ে। বজবজ ট্রাঙ্ক রোড বেশ কিছুদিন ধরে এমনই বেহাল হয়ে আছে। মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ায় বেহালা-ঠাকুরপুকুর দিয়ে ডায়মন্ডহারবার রোডের বাস-গাড়ি যাতায়তের পরিবর্তে অন্য কোনও পথ নেই। তাই ফাঁপড়ে পুলিশকর্তারাও।