জঙ্গিপুরে সাংগঠনিক সভা করল তৃণমূল কংগ্রেস
HnExpress জিয়াউল হক, রঘুনাথগঞ্জ ঃ আজ তৃনমুল কংগ্রেসের উদ্যোগে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হল জঙ্গিপুরের জোতকমল বিশ্বাস এর লজে। আগত ২১শে জুলাই শহীদ দিবসকে সামনে রেখেই আজ তৃনমুল কংগ্রেস এর পক্ষ থেকে এই সাংগঠনিক সভার আয়জন করা হয়। মূলত এই সাংগঠনিক সভায় গণতন্ত্র ফিরিয়ে দাও, মেশিন নয় ব্যালট ফেরাও এর মতো স্লোগানকে সামনে রেখে কর্মিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তৃনমুল কংগ্রেসের বিধায়ক আখরুজ্জামান।
তিনি সকল স্তরের কর্মী ও জন সাধারনকে একত্রিত হয়ে ২১শে জুলাই এর সভায় যাওয়ার জন্য আহ্বান জানান। জেলা শিক্ষা দপ্তরের সভাপতি সেখ ফুরকান জানান যে, আমাদের সকলকে আন্দোলনের মধ্য দিয়েই জীবন অতিবাহিত করতে হবে। কারন আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার জীবনটা আমাদের জন্য আন্দোলনের মধ্য দিয়েই অতিবাহিত করেছেন।
যেকোনো রকমের খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন।
নব নির্বাচিত রঘুনাথগঞ্জ এর ২নং ব্লক সভাপতি সামিরুদ্দিন বিশ্বাস জানান তিনি সর্ব স্তরের কর্মী সমর্থকদের নিয়েই কাজ করবেন। বুথ স্তরের কর্মী থেকে পঞ্চায়েত স্তরের কর্মীদের নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে কাজ করতে চান। তিনি সকলের সাথে আত্মার সম্পর্ক গড়তে চান বলেই জানান এদিন।
আজকের সভায় উপস্তিত ছিলেন প্রায় চার হাজার কর্মী সমর্থক। এদিন সভা শুরু করার আগে ১২টি অঞ্চলের পক্ষ থেকে বিধান সভার সভাপতি আখরুজ্জামান ও রঘুনাথগঞ্জ ২নং ব্লকের সভাপতি সামিরুদ্দিন বিশ্বাসকে ফুলের মালা পরিয়ে সমর্ধনা জ্ঞাপন করা হয়।