December 13, 2024

জগন্নাথ সংস্কৃতি’ নামে ওড়িশার পট চিত্রের উপর পুস্তক প্রকাশণা 

0
Advertisements

HnExpress ইন্দ্রানী সেনগুপ্ত, কলকাতা : ২৮ শে জুলাই লেখিকা অনিতা বসু রচিত জগন্নাথ সংস্কৃতি নামক ওড়িশার পট চিত্রের উপর লিখিত পুস্তকটির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হল গোলপার্ক রামকৃষ্ণ মিশনের তুরিয়া নন্দ প্রেক্ষাগৃহে। এদিন মঞ্চে প্রধান অতিথিরূপে উপবিষ্ট ছিলেন মিশনের সম্পাদক স্বামী মহারাজ শ্রীমৎ, ডাঃ জয়ন্তী রথ, আমেরিকা যুক্ত রাষ্ট্রের জায়েল সিলিমান, স্বামী সুপনানন্দজী, প্রমুখ। এদিন উপস্থিত বিশিষ্ট অতিথিবর্গ পটচিত্র শিল্প ও তার ইতিহাস সম্পর্কে তাদের মূল্যবান বক্তব্য রাখেন। সবশেষে লেখিকা অনিতা বসু তাঁর বক্তব্যে সংবাদমাধ্যমকে জানান, কলকাতা শহরেই আমার জন্ম। আমি রামকৃষ্ণ মিশন থেকে ডিপ্লোমা করেছি। ভারত বর্ষের বিভিন্ন রাজ্যের ঐতিহ্যবাহি লোকশিল্প নিয়ে দীর্ঘ আঠারো বছর ধরে অক্লান্ত পরিশ্রম সহকারে নিয়মিত চর্চা করে চলেছি। দেশ-বিদেশের বিভিন্ন শিল্প প্রদর্শনী ও আর্ট ওয়ার্কশপে আমি সব সময় অংশ গ্রহণ করার চেষ্টা করি। যার ফলস্বরূপ, ওড়িশার রঘুরাজপুর গ্রামের এ সকল শিল্প ও জগন্নাথ মহা পভুর নানান কাহিনী চিত্রের অবলম্বনে এই পুস্তকটির রচনা করেছি, আর আজ তারই শুভ উদ্বোধনে আমরা এখানে একত্রিত হতে পেরে খুবই আনন্দিত।

Advertisements

Leave a Reply