December 11, 2024

জগদ্ধাত্রীপূজা উপলক্ষে দুস্থদের শীতবস্ত্র বিতরণ

0
Img 20181117 Wa0118.jpg
Advertisements

HnExpress অলোক আচার্য, নববারাকপুর : নব বারাকপুর পূর্বাঞ্চল অধিবাসী বৃন্দের অষ্টম বর্ষের জগদ্ধাত্রীপূজা উপলক্ষে শনিবার বিকেলে পাঁচ শতাধিক দুঃস্থ মানুষকে শীতবস্ত্র বিতরণ করা হয়। গুনীজন সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নব বারাকপুর এর পৌরসভার পুরপ্রধান তৃপ্তি মজুমদার, জেলা তৃণমূল নেতা হৃষিকেশ রায়, পৌরপিতা সৌমিত্র মজুমদার, উপ-পৌরপ্রধান মিহির দে সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। সংগঠনের পক্ষে সমাজসেবী স্বপন দাস ও গোপাল দাসরা জানান সারাবছর মানুষের সেবায় বিভিন্ন জনসেবামূলক কাজ করে থাকি। তারমধ্যে অন্যতম দুঃস্থদের বস্ত্রবিতরণ।
এই পূজাকে কেন্দ্র করে অনুষ্ঠিত হবে নরনারায়াণ সেবা ও বিচিত্রতানুষ্ঠান। 

এদিন সমাজে পিছিয়ে পরা প্রান্তিক মানুষদের হাতে কম্বল তুলে দেওয়া হয়। ষ্টেশন সংলগ্ন রত্নদ্বীপ মোড়ের অনুষ্ঠানে প্রচুর মানুষের সমাগম হয়। পূরপ্রধান বলেন জগদ্ধাত্রী পূজা উপলক্ষে পূর্বাঞ্চল অধিবাসী বৃন্দ মানুষের সেবায় ধারাবাহিক যে শীতবস্ত্র বিতরণ করছে, তাতে আমি তাদের সেবামূলক এই কাজের প্রশংসা করি।

Advertisements

Leave a Reply