July 19, 2025

ছয় বছরের শিশুর রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য

0
Advertisements

HnExpress নিজস্ব প্রতিনিধি, হাওড়া ঃ গত তিনদিন ধরে নিখোঁজ সায়ন নস্করের খোঁজ পাওয়া গেল আজ। শনিবার সকালে তার মৃতদেহ ভেসে ওঠে বাড়ির কাছে একটি পুকুরে। প্রসঙ্গত, গত তিন দিন ধরে নিখোঁজ ছিল এই ৬ বছরের শিশুটি। গরমের ছুটিতে মামারবাড়ি ঘুরতে এসেছিল মায়ের সাথে। মুম্বাই থেকে নিজের বোন ও বোনপোকে মুম্বাই গিয়ে নিয়ে এসেছিলেন মামা সমীর নস্কর।

গত পরশু মুম্বাই মেলে সাঁতরাগাছি স্টেশনে এসে পৌঁছন ডোমজুড় লক্ষণপুরের বাসিন্দা এই নস্কর পরিবার। মুম্বাই মেলে সাঁতরাগাছি স্টেশনে এসে সেখান থেমে ট্যাক্সি নিয়ে বাড়ি এসেছিলেন তারা। সঙ্গে ছিল ছোট্ট সায়ন। বাড়ি ফেরার কিছুক্ষন পর থেকেই নিখোঁজ ছিল সায়ন। আজ শনিবার সকালে মামারবাড়ি সংলগ্ন পুকুরে তার দেহ ভেসে ওঠে। খবর পেয়েই ডোমজুড় থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে।

এরপরই দেহ আটকে পুলিশকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। পুলিশে আগেই লিখিত অভিযোগ দেওয়া হলেও তদন্তে গাফিলতি ছিল বলে স্থানীয় মানুষের অভিযোগ। ওই শিশুকে খুন করা হয়েছে বলেই মনে করছেন স্থানীয়রা। দোষীদের অবিলম্বে গ্রেফতার করার দাবিতে চলছে বিক্ষোভ। ডোমজুড় থানার পুলিশ ঘটনাস্থলে দেহ উদ্ধার করতে এলে পুলিশের গাড়ি আটকে রেখে চলে এলাকার মানুষের বিক্ষোভ। এই ঘটনাকে কেন্দ্র করে ডোমজুড় লক্ষণপুর এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়ে।

Advertisements

Leave a Reply