ছেলেধরা গুজবের জেরে রুজি রোজগারে টান ধরেছে ফেরিওয়ালাদের

HnExpress বাপ্পাদিত্য ঘোষাল, হাওড়া : গুজবের জেরে একদিকে যেমন প্রাণ সংশয়ে ভুগছেন, ঠিক তেমনই রুটি-রুজিতেও টান ধরছে ফেরিওয়ালাদের। অভিযোগ কোথাও ছেলেধরা তো কোথাও চোর সন্দেহে, তো আবার কোথাও কিডনী পাচার চক্র সন্দেহে হেনস্তার শিকার হচ্ছেন তারা৷ এলাকায় ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। গ্রামে গ্রামে ঘুরে জিনিসপত্র বিক্রি করতে পারছেন না হাওড়া জেলার ফেরিওয়ালারা৷ ফলে দিন দিন রোজগার কমছে৷ পেট চালানোর মতো খাবার জোগাড় করাও কষ্টসাধ্য হয়ে গিয়েছে তাদের পক্ষে৷ তাদের বক্তব্য অনুযায়ী, হাওড়া জেলার বিভিন্ন জায়গায় ঘর ভাড়া নিয়ে থাকেন ফেরিওয়ালারা। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে পুরনো জামা কাপড়ের বিনিময়ে বাসন বিক্রি করেন তাঁরা।
তাদের কথায়, এভাবে বংশানুক্রমেই এই পেশায় রয়েছেন তাঁরা। কিন্তু কখনই এমন কোন অদ্ভুত পরিস্থিতির মুখে পড়তে হয়নি তাঁদের। কিন্তু গত কয়েকমাস ধরেই হাওড়া জেলার গ্রামে গ্রামে হেনস্তার শিকার হচ্ছেন তাঁরা৷ কোথাও চোর অপবাদ দিয়ে গ্রামে ঢুকতে দেওয়া হচ্ছে না, তো আবার কোথাও ছেলেধরা সন্দেহ করে ফেরি করতে দেওয়া হচ্ছে না। সাথে জুটচ্ছে অপমান বা মারধোর। আর কিছুদিন আগে হাওড়া জেলার কল্যানপুর গ্রামে এরকমই এক চরম হেনস্তার মুখে পড়তে হয়েছে তাঁদেরই একজনকে৷ এমনকী, ভোটার কার্ড বা আধার কার্ড দেখিয়েও রেহাই মিলছে না তাদের। এই পরিস্থিতিতে সমস্যা একটাই, সেটা হল সৎপথে পেট চালানোর।