ছাত্র-ছাত্রীদের দরবার, ভোট প্রার্থনায় অধ্যাপক সৌগত রায়
HnExpress অলোক আচার্য নিউবারাকপুর : ছাত্র ছাত্রীদের দরবার ভোট প্রচারে প্রার্থনায় পুনরায় বিপুল ভোটে জয়ী করবার আহ্বানে গতকাল দুপুরে আচার্য প্রফুল্লচন্দ্র মহাবিদ্যালয় এর ছাত্র ছাত্রীদের অধ্যাপক, অধ্যাপিকা, শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীগনের কাছে সভায় উপস্হিত হয়ে ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক সৌগত রায়। নিউ বারাকপুর শহর তৃণমূল ছাত্র পরিষদের আহ্বানে আয়োজিত কর্মীসভায় সাংসদ বললেন, তৃতীয়বারের জন্য আমাকে বিপুল ভোটে জয়ী করুন। কলেজের উন্নয়নে সবসময় পাশে রয়েছি।
বিগত পাঁচ বছরে নিউ বারাকপুর শহরের উন্নয়নে বিভিন্ন স্কুল কলেজের সাংসদ তহবিল থেকে আর্থিক অনুদানও করেছি। ১৯৭২ থেকে ২০০৭ পর্যন্ত কলেজে অধ্যাপনা করেছি। ২০০৭ সালে আশুতোষ কলেজ থেকে অবসর নিয়েছি। বর্তমানে আশুতোষ কলেজ সহ পাঁচটি কলেজের পরিচালন সমিতির সভাপতি যার মধ্যে আছে এই নিউ বারাকপুর আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ। দীর্ঘদিন বিভিন্ন কলেজে অধ্যাপনা কথা তুলে ধরেন তিনি। এদিন অধ্যপক সৌগত রায় বললেন আমার বিরুদ্ধে যিনি সিপিএম প্রার্থী ছিলেন, তিনি ২০১১ ও ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছিলেন। বিজেপি প্রার্থীও ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে বসিরহাট থেকে বিপুল ভোটে হেরেছিলেন।
এবছর আবার তারা বিধানসভায় জেতার চেষ্টা না করে তারা লোকসভায় দাঁড়িয়েছেন। আগে মাধ্যমিক পাশ না করেই একলাফে তারা উচ্চমাধ্যমিক পাশ করতে চাইছেন। আমাদের মুল শত্রু বিজেপি। সাম্পদায়িক বিজেপিকে সরিয়ে দেওয়াই এখন মূল লক্ষ্য। সেইজন্য মুখ্যমন্ত্রী স্লোগান তুলেছেন মোদী হাটাও, দেশ বাঁচাও। মোদির বিরুদ্ধে লড়াইকে সামনে রেখে আসন্ন সপ্তদশ লোকসভা নির্বাচনে পুনরায় নির্বাচিত করতে আপনাদের সকলের কাছে ভোট প্রার্থনা করছি। কাজের ভিত্তিতে ভোট চাইছি।
এদিন কর্মীসভায় উপস্হিত ছিলেন নিউ বারাকপুর শহর তৃনমূল কংগ্রেসের সভাপতি সুখেন মজুমদার, জেলা তৃনমূল ছাত্র পরিষদের সভাপতি বানীব্রত চক্রবর্তী, নিউবারাকপুর শহর তৃনমূল ছাত্র পরিষদের সভাপতি ও পুরপিতা মনোজ সরকার, পুরপিতা প্রবীর সাহা, জয়গোপাল ভট্টাচার্য, আচার্য প্রফুল্লচন্দ্র মহাবিদ্যালয়ের ছাত্রসংসদের সভাপতি সুমন দে, সহ এপিসি কলেজের অধ্যাপক, অধ্যাপিকা গন। অধ্যাপক সৌগত রায়ের সমর্থনে এপিসি কলেজের এই ছাত্র সংসদের সদস্যদের আন্তরিকতায় আপ্লুত হয়ে পরেন সৌগতবাবু।