স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে শীতকালীন শিক্ষামূলক ভ্রমণ
HnExpress বিশেষ প্রতিবেদন, দেবাশিস রায় : আগামী ২৫ থেকে ৩১ ডিসেম্বর টানা সাতদিন ‘ছাত্রছাত্রীদের নিয়ে একটা উইন্টার ক্যাম্প’-এর আয়োজন করা হয়েছে।
২৪০ টাকা দিয়ে স্কুলে ভর্তি হতেই যারা হিমশিম খায়, তাদের নিয়েই এই উইন্টার ক্যাম্পের স্বপ্ন। যাঁদের দুপুরের খাবারে সরকারি বরাদ্দ ৪ টাকা ১৩ পয়সা বা ৬ টাকা ১৮ পয়সা(এখনও পর্যন্ত!), বা যাদের বছরে ৫০০ টাকা থেকে ৭৫০ টাকা সরকারি অনুদান পেতে, পড়াশোনা মাথায় করে, একবার পঞ্চায়েতে, একবার বিডিও অফিসে, একবার সাইবার ক্যাফেতে, আর বার কয়েক হেডস্যারের ঘরের সামনে লাইন দিয়ে দাঁড়াতে হয়, তাঁদের নিয়েই স্বপ্ন দেখেছেন কিছু শুভবুদ্ধিসম্পন্ন মানুষ। আইসিএসসি, সিবিএসসি বোর্ডের দামি-দামি বেসরকারি স্কুলে যেমনটা উইন্টার ক্যাম্প হয়, খানিকটা তাঁদের মতো করে, আবার অনেকটা নিজেদের মতো করে, সাত দিন-রাত বাংলা মাধ্যমের ‘মিডডে মিল খাওয়া’ ছাত্রছাত্রীদের সঙ্গে উইন্টার ক্যাম্প করার স্বপ্ন দেখেছেন তাঁরা।
এমনই অখ্যাত মাস্টারমশাই দিদিমণিরা, যাঁদের ‘হাতে সময়’ আছে, হৃদয়ে সবসময় ‘ওঁদের জন্য’ কিছু একটা করবার তাগিদ আছে, তাঁদের নিয়েই এই ক্যাম্প। যে মাস্টারমশাই দিদিমণিরা টেক্সটবুক আর আইএফএ ট্যাবলেটের পাতা নিয়ে ক্লাসে ঢোকেন, খাতা দেখার সাথে সাথে জনগণনার কাজ করেন, ‘রাঁধেন, চুলও বাঁধেন’, তাঁদের তত্ত্বাবধানে, এই ক্যাম্প হবে।
রাজ্যের অনেকগুলো জেলা থেকে দলে দলে প্রায় ৬০০ ছাত্রছাত্রী ব্যাগপত্র গুছিয়ে চলে আসবে সাতদিনের জন্য এখানে। উইন্টার ক্যাম্প-এ! এখনও পর্যন্ত, এমনটাই স্বপ্ন দেখছেন তাঁরা।
মূলত কী থাকবে সেই ক্যাম্পে? ব্রতচারী, জিমন্যাস্টিক্স, কুচকাওয়াজ, ফ্যান্সি ড্রিল, যোগব্যায়াম, ব্যান্ড ও বাঁশি, ক্যারাটে, এরোবিক্স, খো-খো, লাঠি, লোকগীতিনৃত্য, কাবাডি, টেলিস্কোপের সাহায্যে তারা চেনা, ফিল্ড স্টাডি, উদ্যানবিদ্যা ইত্যাদি নানান আকর্ষণীয় বিষয়, যা ক্লাসরুমের সময়ে কিছুতেই সম্ভব হয় না সরকারি, ঠাসা কর্মসূচিতে!
ছাত্রছাত্রীদের নিয়ে সাতদিনের এই আবাসিক ক্যাম্প, যা এখনও, স্বপ্নের স্তরে আছে, অথচ, সেই স্বপ্ন, যা স্থান-কাল-পাত্র নির্বিশেষে দেখা যায় এবং দেখার সাহস করা যায়! সেই স্বপ্নগুলো ঠিক কেমন করে মাটি ছোঁয়, অন্তত মাটি ছোঁয়ার সাহস পেতে পারে এই সুন্দরবন-হিঙ্গলগঞ্জে, তা নিজের চোখে দেখতে হলে, চলে আসুন। ওই সাতদিন, মানে, ২৫-৩১ ডিসেম্বর! আমন্ত্রণ রইল সবার।
মতামত থাকলে যোগাযোগ করুন প্রদত্ত ফোন নম্বরে।