চালু হল ঈশ্বর গুপ্ত সেতুর টোল ট্যাক্স
HnExpress দেবাশিস রায়, কল্যাণী : প্রায় বছর দুয়েক বাদে কল্যাণী-বাঁশবেড়িয়ার সংযোগকারী ঈশ্বর গুপ্ত সেতুতে চালু হল টোল ট্যাক্স। সূত্রের খবর, গত ১৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে চালু হয়েছে। এদিন পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের আধিকারিকরা নতুন ঠিকাদারের হাতে ওয়ার্ক অর্ডার তুলে দেন। তবে আপাতত কোনও বড় গাড়িকে সেতুতে চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে না।
প্রসঙ্গত, ওই সেতুতে ঠিকাদারের অধীনে অন্তত ৯৫ জন কর্মী কর্মরত। স্বভাবতই শারদোৎসবের মুখে রাজ্য সরকারের এই সিদ্ধান্তে খুশির হাওয়া ওই পরিবারের সদস্যদের মধ্যে। এরই মাঝে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে সেতুতে ট্যাক্স দেওয়া নিয়ে। গত ১৬ সেপ্টেম্বর বিশ্বকর্মা ঠাকুর নিয়ে যাবার সময় একটি ৪০৭ ম্যাটাডোর চালক ট্যাক্স দিতে না চাওয়ায় গোল বাঁধে। চলে দুপক্ষের বাকবিতণ্ডা। তা একসময় প্রায় হাতাহাতির পর্যায়ে চলে গেছিল। শেষমেশ কর্তব্যরত কর্মীরা ওয়ার্ক অর্ডার দেখাতে বাধ্য হন চালকে।
কিছু সময় পর সোশ্যাল মিডিয়ায় ওই চালকের সঙ্গীরা ঘটনার কিছু অংশ পোস্ট করেন। আর তার জেরে কোনও কোনও সংবাদমাধ্যম ঘটনার সত্যতা যাচাই না করেই সংবাদ পরিবেশন করে। ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।