চলো খেলি, ভোটার তালিকায় নাম তুলি

HnExpress অলোক আচার্য, কলকাতা : ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করল নির্বাচন কমিশন। এবার ভোটার তালিকায় নাম তুলতে বা সংশোধন করতে প্রতিবন্ধী ও প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। কমিশনের দেওয়া টোল ফ্রি নাম্বারে ফোন করলে বাড়িতে পৌঁছে যাবে নির্বাচন আধিকারিক কর্মীরা।
এছাড়া অনুভব নামে একটি অ্যাপ্ চালু করার পাশাপাশি নির্বাচনের প্রচারের জন্য জেলাশাসক, মহকুমা শাসক এবং ব্লক উন্নয়ন আধিকারিকদের নিজেদের এলাকায় ফুটবল খেলা আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। স্কুল, কলেজ সহ প্রতিটি বুথ এলাকায় হবে নির্বাচনী পাঠশালা। সুত্রের খবর, শনিবার থেকে শুরু হওয়া এই কাজ আগামী ৩১ অক্টোবর পর্যন্ত চলবে বলে কমিশনের কর্তারা জানিয়েছেন। সাধারণ মানুষের অভিযোগ জানানোর জন্য ১৮০০১১১৯৫০ এবং ১৯৫০ দুটি টোল ফ্রি নাম্বার দেওয়া হয়েছে। ১০০% প্রতিবন্ধীদের নাম যাতে ভোটার তালিকায় থাকে, তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে কমিশন। প্রতিটি বুথে তিনদিনের জন্য পাঠশালা করা হবে। সেখানেও অভিযোগ জানানোর সুযোগ থাকছে। বিভিন্ন উৎসবের জন্য ১০ থেকে ২৫ অক্টোবর নির্বাচনী সংশোধনীর কাজ স্থগিত থাকবে।