অমৃতলোকে পাড়ি দিলেন মধ্যমগ্রাম পৌরসভার উপপৌরপ্রধান
HnExpress অলোক আচার্য, মধ্যমগ্রাম : চলে গেলেন মধ্যমগ্রামের উপপৌরপ্রধান সুদীপ মিত্র বারাসতের একটি বেসরকারি হাসপাতালে।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর, দীর্ঘদিন ধরেই তিনি লিভারের সমস্যায় ভুগছিলেন। সেজন্য তিনি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন।
আজ দুপুর ২ টো নাগাদ তিনি মারা যান বলে পরিবার সূত্রে খবর। গত দুটি টার্মে মধ্যমগ্রাম পৌরসভায় ক্ষমতায় এসেছে তৃণমূল। তিনি এই দুবারই মধ্যমগ্রাম পৌরসভার উপপৌরপ্রধান নির্বাচিত হন। এদিন তাকে শেষ শ্রদ্ধা জানান মধ্যমগ্রাম পৌরসভার পৌরপ্রধান তথা বিধায়ক রথীন ঘোষ সহ মধ্যমগ্রাম টাউন তৃণমূলের অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও শ্রদ্ধা জানান, নিউব্যারাকপুর পৌরসভার উপপৌরপ্রধান মিহির দে, বারাসত পৌরসভার পৌরপ্রধান সুনীল মুখোপাধ্যায় সহ আরও অনেকে। এদিন তার মরদেহটি কয়েকটি ক্লাব, পৌরসভা, তার বোনের বাড়ি ও উদয়রাজপুরের বাড়ি হয়ে নিমতলা মহাশ্মশানে নিয়ে যাওয়া হয়। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে তৃণমূল মহলে।
খুবই দুঃখজনক……প্রণাম ।