ঘুম নেই মাঝেরহাট গুরুদ্বারের
HnExpress সম্রাট গুপ্ত, কলকাতা : মঙ্গলবার বিকেল থেকে ঘুম নেই বেহালা শিখ গুরুদ্বার সাহিবের। অদূরেই মাঝেরহাট সেতু তাসের ঘরের মত ভেঙে পড়ল। কাছেই ওই গুরুদ্বার। ভিতরে যাঁরা ছিলেন তৎক্ষণাৎ ছুটে এলেন ঘটনাস্থলে। জীবন বিপন্ন করে ওঁরা যে যে ভাবে পাড়েন নেমে পড়লেন উদ্ধারকাজে।
এর পর থেকে শিখ সঙ্গতের সঙ্গে হাতে হাত মিলিয়ে চলেছে বেহালা গুরুদ্বার প্রবন্ধক কমিটির। উধম সিং, ভূপিন্দর সিংদের নাওয়া খাওয়া যেন উড়ে গিয়েছে। চোখের আড়ালে যেন এক নীরব কর্মযজ্ঞ।
সামগ্রিক উদ্ধারকাজে এমনিতে হাত লাগিয়েছেন সরকারি-বেসরকারি কয়েকশো লোক। এখনও কাজ চলছে দিনরাত। ওঁদের পানীয় জল-চা-মধ্যাহ্ণভোজের ব্যবস্থা করেছে গুরুদ্বার। দুর্ঘটনার ঠিক পরেই নিখরচায় এ সব পরিষেবা দিতে সোস্যাল সাইটে সহযোগিতার বার্তা দিয়ে আবেদন করেছিলেন ধর্মস্থানের সম্পাদক সৎনাম সিং আহলুওয়ালিয়া।
খরচ হচ্ছে প্রচুর। তাতে কী? সেবার এ রকম সুযোগ তো বার বার মিলবে না! নানকই তো শিখিয়েছেন মানুষ মানুষের জন্য। অফিস-ব্যবসা-স্কুল-কলেজ তো সারা বছর থাকে! মানুষের চরম বিপদে বা সঙ্কটের সময় ’হেথায় দাঁড়ায়ে দু’বাহু বাড়ায়ে নরনারী দেবতারে‘ সাহায্য করার তৃপ্তি ওঁদের চোখেমুখে। ‘আমরা-ওরা’ কাজিয়ার অনেক ঊর্দ্ধে থেকে মহাব্যস্ত মাঝেরহাটের শিখ গুরুদ্বার।
Langar i.e.free kitchen was started by Behala Gurudwara whole night including Water & Tea for all .
The Langar it is said was started by Guru Nanak Dev Ji ,the first Guru of Sikhs about 550 years back. The money Rs.20/- which was given by his father to do some business i.e. Sauda. & Guru Nanak spend the whole money for Langar to hungry saints . His father when thrashed him what sauda he has done,then He calmly replied that It was a Sachha Sauda.The 20 Rupees Langar is still going on all over the world.
Nice Coverage.