গ্রামের ছেলে ভুল করে ফেলেছি একটু, তৃণমূলের বেহাল দশা দেখে আক্ষেপ কেষ্টদার
HnExpress জয় গুহ, বীরভূম ঃ ‘গ্রামের ছেলে আমি, বীরভূমের মধ্যেই থাকি রাজ্য রাজনীতি বুঝি, ওসব জাতীয় স্তরের ব্যাপার তাই গুনতিতে ভুল করে ফেলেছি..’। দেশজুড়ে বিজেপির জয়জয়কারের পর বীরভূমের মাটি থেকে এমনই দাবি করেছেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। একটা সময় তিনিই বলেছিলেন বিজেপি দেশে ১০০ টি আসন পাবে কি না সন্দেহ, যদি পায় তবে আমি রাজনীতি ছেড়ে দেব। তবে , ভোটের ফল বের হতেই ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন বীরভূমের কেষ্ট। ভোটপর্ব শুরু হতেই অনুব্রতম মণ্ডল বলেছিলেন তিনি জেলা জুড়ে নকুলদানা দেবেন।
আর এই নির্বাচনে কোনও মতেই বাংলার মাটিতে মাছিও গলতে পারেব না। রাঢ়বাংলার এই দোর্দন্ডপ্রতাপ নেতা এমনও দাবি করে ছিলেন যে গোটা দেশে গোহারান হারবে বিজেপি। তবে ভোট গণনা শেষ হতেই তিনি বলছেন, বীরভূমে যা হয়েছে সাংসদদের ভালো কাজের জন্য হয়েছে। তার পাশাপাশি বীরভূমে তৃণমূল ভালো কাজ করেছে বলেই এমন ছবি উঠে আসছে।
নিজেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে দাবি করে, এদিন অনুব্রত মণ্ডলের বললেন, ’রাজ্যের নিরিখে সেভাবে ভাবতে হবে না। নেত্রী আছেন, নেত্রীই সিদ্ধান্ত নেবেন।’ তবে বীরভূমের সিউড়ির দিক থেকে বেশ কয়েকটি বুথে প্রথমের দিকে তৃণমূল পিছিয়ে গেলেও তৃণমূল কংগ্রেস পরের দিকে এগিয়ে যায়। এরকম ঘটনার পর অনুব্রত মণ্ডল কী এলাকার নেতাদের বিরুদ্ধে আদৌ কোনও ব্যবস্থা নেবেন? সেই প্রশ্নের উত্তর যদিও দিতে চাননি অনুব্রত মন্ডল।