December 11, 2024

গোসাপ উদ্ধার ঘিরে চাঞ্চল্য কুলটিকরীতে

0
Img 20180821 Wa0026.jpg
Advertisements

HnExpress নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : বিশাল আয়তনের গোসাপ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল ঝাড়গ্রাম জেলার কুলটিকরীর চরাড় গ্রামে।এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় চাষের জমিতে মাছ ধরার জালে আটকে যায় প্রায় তিন কিলো ওজন এর গোসাপটি। কয়েকজন যুবক সেটিকে দেখতে পেয়ে গ্রামবাসীদের খবর দেন। প্রসঙ্গত, খগেন মান্নার চাষের জমিতে পাতা মাছ ধরার জালেই আটকে যায় প্রাণীটি। পরে তাকে উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়।

Advertisements

Leave a Reply