December 13, 2024

খুনের হুমকি দিয়ে হাতকাটা দিলীপ ধৃত

0
Sep2018 01
Advertisements

HnExpress অলোক আচার্য, : ফের গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী হাতকাটা দিলীপ। রবিবার গভীর রাতে লেকটাউন থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এক যুবককে খুনের হুমকি এবং এলাকা দখলের অভিযোগে দিলীপ বন্দ্যোপাধ্যায় ওরফে হাতকাটা দিলীপকে গ্রেফতার করা হয়। তার সঙ্গে আরও ১৫ থেকে ২০জন শাগরেদকেও গ্রেফতার করা হয়েছে। গতকাল সন্ধ্যাবেলা কালিন্দি এলাকার যুবক ত্রিনাথ দাসকে প্রাণনাশের হুমকি দেয় দিলীপ। অস্ত্র নিয়ে এলাকায় গিয়ে ভয় দেখায়। বেশ কয়েক দিন ধরেই তার বিরুদ্ধে এলাকায় অপরাধমূলক কাজকর্মের অভিযোগ আসছিল। ফলে পুলিশের আতস কাচের তলায় ছিল সে। ত্রিনাথ দাসের অভিযোগের ভিত্তিতে পুলিশ রবিবার গভীর রাতে তাকে গ্রেফতার করে। আজ তাকে আদালতে তোলা হবে। অস্ত্র আইন সহ বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে তার বিরুদ্ধে। স্থানীয় সূত্রে খবর, এলাকায় আধিপত্য কায়েম করার জন্য অন্য গ্রুপের সঙ্গে ঝামেলায় জড়িয়ে ছিল দিলীপ বাহিনী। বেশ কয়েক দিন ধরেই দুপক্ষের অশান্তি চলছিল। অভিযোগ, গতকাল সন্ধ্যায় কালিন্দি এলাকায় গিয়ে হাতকাটা দিলীপ ত্রিনাথ দাসের মাথায় বন্দুক ঠেকায়। এরপরেই পালিয়ে গিয়ে থানায় আশ্রয় নেয় ত্রিনাথ। পুলিশ অভিযোগ পেয়ে দিলীপের ডেরায় হানা দেয়। কিন্তু আগেই খবর পেয়ে সেখান থেকে চম্পট দেয় এলাকার ত্রাস দিলীপ। তবে দিলীপের শাগরেদদের গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ চালিয়েই গোপন ডেরা থেকে দিলীপকে গ্রেফতার করে পুলিশ। বাম আমলে প্রাক্তন পরিবহণ মন্ত্রী সুভাষ চক্রবর্তীর ঘনিষ্ঠ ছিল সে। তোলাবাজি, খুনের হুমকি, মারধর, এলাকা দখল সহ একাধিক অভিযোগ ছিল। সে-ই ছিল লেকটাউন – বাগুইআটি অঞ্চলের বেতাজ বাদশা। ২০০২ সালে কুখ্যাত দুষ্কৃতী স্বপন মহান্তি খুনের মামলায় নাম জড়িয়েছিল দিলীপের। ২০০৪ সালে দুজনকে গুলি করে খুন করার ঘটনায় দিলীপকে গ্রেফতার করে পুলিশ। তবে তথ্য প্রমাণের অভাবে সে ছাড়া পেয়ে যায়।

Advertisements

Leave a Reply