December 11, 2024

খড়গপুর স্টেশনে বন্ধ চলমান সিঁড়ি, বিপাকে প্রবীণ যাত্রীরা

0
Img 20180820 Wa0027.jpg
Advertisements

HnExpress নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর : খড়গপুর স্টেশনে বাগদার দিকের চলমান সিঁড়িটা প্রায় দেড় মাস ধরে অচল হয়ে রয়েছে। ফলে বহু মানুষকে ব্যাপক দুর্ভোগে পড়তে হচ্ছে। বিশেষ করে বয়স্ক ও রােগীদের প্রচুর অসুবিধায় পড়তে হচ্ছে। আর এখনও পর্যন্ত সিঁড়ি চালু না হওয়ায় রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে সাধারণ যাত্রী থেকে শুরু করে নিত্য যাত্রী ও বয়স্ক মানুষের তীব্র ক্ষোভ সৃষ্টি হচ্ছে। অভিযোগ উঠেছে রেল কর্তৃপক্ষ এই অত্যন্ত প্রয়োজনীয় সিঁড়িটা চালুর কোনো উদ্যোগই নিচ্ছে না। অথচ প্রতিদিন এই চলমান সিঁড়ি ব্যবহার করে অন্তত পাঁচ থেকে ছয় হাজার যাত্রী। এখন এই চলমান সিঁড়ি বন্ধ থাকায় বঞ্চিত হচ্ছেন প্রচুর মানুষ।

এক দম্পতি চিকিৎসার জন্য ভেলরে যাওয়ার পথে তিনি জানান, চলমান সিঁড়ি বিকল থাকায় অসুস্থ বয়স্ক দম্পতি বাধ্য হয়ে সিঁড়ি ভেঙে স্টেশনে ট্রেন ধরতে যেতে হচ্ছে। আর এক যাত্রী চলমান সিঁড়ি চালু না হওয়ায় রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন। স্টেশন ম্যানেজার ডি আর এম কে জানান, কন্টাক্টর যদি না আসে কি করা যাবে। আজ আসবো কাল আসবো করে আর আসেই না। এটি সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে কবে চালু হবে সে বিষয়ে স্পষ্ট কিছু জানাতে পারেননি।

Advertisements

Leave a Reply