৭২তম স্বাধীনতা দিবস পালন করল আম ডাঙ্গা কোহিনুর সংঘ
HnExpress মো: মনিরুজ্জামান, আম ডাঙা : আম ডাঙা কোহিনুর সংঘে পরিচালনায় পালন করা হলো ৭২ তম স্বাধীনতা দিবস, এদিন সকাল ৮:৪০ নাগাদ আয়োজন করা হয় এক পদ যাত্রা, ৩৪ নং জাতীয় সরক এর উপর দিয়ে প্রায় ১ কিলোমিটার পায়ে হেঁটে স্বাধীনতার শ্লোক গাওয়া হয়, ঢোল,তবলার আওয়াজ ও ছিল শোনার মতো, পদ যাত্রা তে উপস্থিত ছিলেন কোহিনুর সংঘে সভাপতি মাননীয় আজিজার রহমান, উপস্থিত ছিলেন আম ডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় ও আম ডাঙ্গা চিলড্রেন স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, উপস্থিত ছিলেন ছাত্র ছাত্রীর অভিভাবকরা।
এছাড়াও উপস্থিত ছিলেন অনেক সমাজসেবী মানুষজন। তবে এই পদযাত্রা ছিল চোখে পড়ার মতো, প্রায় ১০০০ জন অংশ নিয়েছিল এই পদ যাত্রাতে, সকাল ৯টা ৪০ মিনিটে পতাকা উত্তোলন করেন কোহিনুর সংঘের সভাপতি আজিজার রহমান,সঙ্গে ছিলেন অঞ্জন চন্দ্র সিংহরায় সহ অনেকে,এর পর সঙ্গীত, আবৃত্তির মধ্যে দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি করা হয়।